স্পোর্টস ডেস্ক: দ্বিতীয় ইনিংসেও শুরুতেই ভেঙে পড়েছিল ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ। তবে জস বাটলার ও ডোমিনিক বেসের ফিফটিতে পাকিস্তানের বিপক্ষে প্রতিরোধ গড়েছে তারা।
তাতে লিড নিলেও হারের শঙ্কা কাটাতে পারেনি ইংল্যান্ড। ৪ উইকেট হাতে রেখে ৫৬ রানে দ্বিতীয় ইনিংসে এগিয়ে স্বাগতিকরা।
প্রথম ইনিংসে ১৮৪ রান ইংল্যান্ডকে অলআউট করার পর পাকিস্তান করে ৩৬৩ রান। ১৭৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে ইংলিশরা করে ৬ উইকেটে ২৩৫ রান।
৮ উইকেটে ৩৫০ রানে শনিবারের খেলা শুরু করেছিল পাকিস্তান। ১৩ রান করতেই বাকি দুই উইকেট হারায় তারা।
ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন বেন স্টোকস ও জিমি অ্যান্ডারসন। দুটি পান মার্ক উড।
বেশ বড় লিড নিয়ে পাকিস্তানের বোলাররা ১১০ রানের মধ্যে ইংল্যান্ডের ৬ উইকেট তুলে নেন। তবে বাটলার ও বেসের অপরাজিত ১২৫ রানের জুটিতে শুরুর এই লজ্জা কাটিয়ে ওঠে স্বাগতিকরা। বাটলার ৬৬ ও বেস ৫৫ রানে অপরাজিত ছিলেন।
তার আগে অধিনায়ক জো রুট ৬৮ রানের ধীর ইনিংস খেলেন।
পাকিস্তানের পক্ষে মোহাম্মদ আমির, মোহাম্মদ আব্বাস ও শাদাব খান দুটি করে উইকেট নেন।