নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা পৌর এলাকায় বয়স্ক ব্যক্তিদের মাঝে বয়স্ক ভাতার টাকা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে সাতক্ষীরা পৌরসভার মিলনায়তনে সাতক্ষীরা পৌরসভা ও শহর সমাজসেবা অধিদফতরের আয়োজনে মহিলা কাউন্সিলর জ্যোৎন্সা আরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ০২ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, ০৩ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুস সেলিম, ০৯ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগর। সাতক্ষীরা পৌর এলাকার ০১,০২ ও ০৩ নং ওয়ার্ডের ৬শ’ ৩৫ জন ভাতাভোগীর মাঝে টাকা বিতরণ করা হয়। সাতক্ষীরা পৌরসভার ০৯টি ওয়ার্ডে ১ হাজার ৯শ’ ৮৮ জনকে বয়স্ক ভাতা, ৩শ’ ১৬ জনকে বিধবা ভাতা ও ৬শ’ ১ জনকে প্রতিবন্ধী ভাতার টাকা চলতি সপ্তাহের বুধবারের মধ্যে প্রদান করা হবে এবং গত বৃহস্পতিবার থেকে ভাতাভোগীদের মাঝে ভাতার টাকা বিতরণ শুরু হয়েছে বলে জানান শহর সমাজসেবা অফিসার। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শহর সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান।