আন্তর্জাতিক

ইসরায়েলি ট্যাঙ্কের আঘাতে আরও দুই ফিলিস্তিনি নিহত

By Daily Satkhira

May 27, 2018

আন্তর্জাতিক ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণে রাফাহ শহরের পূর্ব অংশে ইসরায়েলি সেনাদের ট্যাঙ্কের হামলায় আরও দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে দুই মাসের কম সময়ের মধ্যে বর্বর ইসরায়েলি সেনাদের হাতে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ১১৩’তে দাঁড়িয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার ইসরায়েলি সেনারা রাফাহ শহরের কাছে ট্যাঙ্কের গোলা নিক্ষেপ করলে ২৫ বছর বয়সী হোসেইন আল আমর এবং ২৮ বছর বয়সী আব্দুল হালিম আল নাকা নামে দুই ফিলিস্তিনি তরুণ নিহত হন।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদের মালিকানাধীন একটি পর্যবেক্ষণ কেন্দ্রকে লক্ষ্য করে ট্যাঙ্কের গোলা নিক্ষেপ করলে এসব ফিলিস্তিনি নিহত হন।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি, গাজা সীমান্ত বেড়ার কাছে বোমা বিস্ফোরণ ঘটায় পাল্টা জবাব হিসেবে এ হামলা চালানো হয়েছে।

অন্যদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী শনিবার জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী গত বৃহস্পতিবার অভিযান চালানোর সময় উচু ভবন থেকে ফিলিস্তিনিদের নিক্ষিপ্ত একটি বড় পাথরের টুকরার আঘাতে আহত সেনা নিহত হয়।