প্রেস বিজ্ঞপ্তি : গত ২৭ মে রবিবার বাদ যোহর বাঁকাল দারুল হাদীছ আহমাদিয়া সালাফিইয়াহ কমপ্লেক্সে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সাতক্ষীরা সাংগঠনিক জেলার উদ্যোগে মাহে রামাযানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক এর আলোচনাসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা আন্দোলন এর সভাপতি মাওলানা মান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোহাম্মদ আব্দুল হান্নান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা প্রফেসর নযরুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম,প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন, জেলা আন্দোলন এর উপদেষ্টা তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ মুহাম্মদ আবুল বাশার, বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ ও খুলনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ মনোয়ার হোসেন, বাংলাদেশ আহলেহাদীছ যুব সংঘের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শেখ আব্দুছ সামাদ, সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক মুহাম্মদ যয়নুল আবেদীন প্রমুখ। অন্যান্যের মধ্যে বিষয় ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন, জেলা আন্দোলনের সহ-সভাপতি মাওলানা ফযলুর রহমান, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শাহীদুযযামান ফারুক, প্রশিক্ষণ সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মহীদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল খালেক, জেলা যুবসংঘের সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মাওলানা মুজাহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা দেলোয়ার হোসাইন। প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোহাম্মদ আব্দুল হান্নান মাহে রামাযানে ঈমান ও আমলের উপর গুরুত্বারোপ করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের ছিয়ামের গুরুত্ব উপলদ্ধি করত: সাথে সাথে সকল প্রকার খারাপ আক্বীদাহ পরিহার করে পরকালের মুক্তি পথে অগ্রসর হওয়ার জন্য আহ্বান জানান।