তালা

তালার গাছা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগ

By daily satkhira

November 21, 2016

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা তালা উপজেলার গাছা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহকারী কাম চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ প্রদানে ব্যাপক অনিয়ম ও দূনিতির অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় গতকাল সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছে। আবেদনে বলা হয় অত্র স্কুল কমিটির সদস্যরা কোন রকম নিয়ম নীতির তোয়াক্কা না করে বিদ্যালয়ের সভাপতির ছেলেকে নিয়োগ দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। ইতিমধ্যে তারা প্রার্থীর কাছ থেকে ৫-৬ লাখ টাকা নিয়ে দফারফা করছে। নিয়োগ বন্ধ ও মেধা তালিকার ভিত্তিতে নিয়োগ দেওয়ার জন্য। গাছা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের অবিভাবক সদস্য বিকাশ চন্দ্র সরকার জানান, সম্প্রতি বিদ্যালয়ের এক অফিস সহকারী কাম চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ প্রদানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদান করা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের পর ১৭ জন প্রার্থী উক্ত পদের জন্য আবেদন করেন। বিস্বস্থ সুত্রে জানতে পারলাম আবেদন কারীদের মধ্যে অমর কুমার মন্ডল, পিতা- সুশান্ত কুমার মন্ডল, গ্রাম-বাগডাঙ্গা, উপজেলা-তালা, জেলা-সাতক্ষীরা তাকে ওই পদে নিয়োগ প্রদান করা হবে। নিয়োগ প্রদান করতে নিয়োগ বোর্ডের দায়িত্বশীল ব্যক্তিরা ৫-৬ লাখ টাকা আর্থিক লেনদেন করেছেন এমন খবর স্থানীয়ভাবে প্রচার হয়েছে। যাকে নিয়োগ দেয়ার জন্য চুড়ান্ত করা হচ্ছে সেই অমর কুমার মন্ডলের বাবা গাছা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বর্তমানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতিমধ্যে ২৩/১১/২০১৬ তারিখে তালা বি দে সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ প্রদানের জন্য পাতানো একটি নিয়োগ বোর্ড করার সিদ্ধান্ত করা হয়েছে। আর্থিক সুবিধা নিয়ে বিশেষ ব্যক্তিকে নিয়োগ দেয়া হলে আইন শৃংখলা অবনতি হতে পারে। একই সাথে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ব্যহত হবে এবং  বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্যদের মধ্যে বিরোধ সৃষ্টি হতে পারে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রথিন্দ্রের সাথে কথা যোগাযোগ করলে তিনি বলেন, অর্থ নিয়ে নিয়োগের কোন বিষয় আমার জানা নেই। তবে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ ঐক্যমত পোষন করেছেন যিনি পরীক্ষায় প্রথম হবেন তাকে নিয়োগ দেওয়া হবে।