শ্যামনগর

সমাপনী পরিক্ষার দিন মায়ের মৃত্যুতে থেমে থাকেনি বাক্ প্রতিবন্ধী স্বপ্নার পরিক্ষা

By daily satkhira

November 21, 2016

মাহফুজুর রহমান: গত ২০ নভেম্বর ৫ম শ্রেণির সমাপনী পরিক্ষার প্রথম দিন সকালে হঠাৎ মারা যান বাক্ প্রতিবন্ধী স্বপ্না পারভীনের মাতা বিলকিছ বেগম। মায়ের এই আকস্মিক মৃত্যুতে স্বপ্না মুষড়ে পড়লেও নিজেকে সামলে নিয়ে সিদ্ধান্ত নেয় পরিক্ষায় অংশ নেওয়ার এবং প্রথম দিনের ইংরেজি পরীক্ষা ভালই হয়েছে বলে জানায় সে। স্বপ্না ২৬ নং যতীন্দ্রগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। তার সমাপনী পরিক্ষার রোল নং- ম-২৯৫৯, কেন্দ্র- বনশ্রী শিক্ষা নিতেকন (মা:বি:), উপজেলা- শ্যামনগর, সে মরাগাং গ্রামের নূর ইসলাম শেখের তিন কন্যার মধ্যে কনিষ্ঠ। মুন্সীগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. আবুল কাশেম মোড়ল জানান, তার মাতা বিলকিছ বেগম মারা যাওয়ার ১২ দিন পূর্বে ২টি জমজ পুত্র সন্তান জন্ম দিয়েছেন। লেখাপড়ার প্রতি স্বপ্না পারভীনের এই আগ্রহ অন্যদেরকেও অনুপ্রাণিত করবে।