সাতক্ষীরা

গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সভা

By Daily Satkhira

May 29, 2018

আসাদুজ্জামান: সাতক্ষীরায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভুমিকা শীর্ষক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য়) প্রকল্প ও স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় মঙ্গলবার বিকালে সাতক্ষীরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শাহ আবদুল সাদীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ইফতেখার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার, প্রেসক্লাব সভাপতি আবু আহমেদ, সিনিয়ন সাংবাদিক সুভাষ চৌধুরী, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য়) প্রকল্পের জেলা সমন্বয়ক রাজু জবে প্রমুখ। পরামর্শ সভায় বক্তারা বলেন, গ্রাম আদালত বিচার ব্যবস্থায় বাংলাদেশের সুবিধা বঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠির প্রবেশিধকার নিশ্চিত এবং সাধারণ মানুষকে সহজে সুবিচার প্রদান ও আদালতে মামলার জট কমাতে গ্রাম্য আদালতকে কার্যকর ভূমিকা পালন করে থাকে। উক্ত পরামর্শ সভা থেকে জানানো হয়, সাতক্ষীরা জেলায় গত ২০১৭ সালের জুলাই মাস থেকে ২০১৮ সালের ফেব্রয়ারী মাস পর্যন্ত গ্রাম আদালতের মাধ্যমে ১৬২৭টি মামলার মধ্যে ১২৪১ টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। উক্ত পরামর্শ সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিকস মিডিয়ার ৩০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।