মাহফিজুল ইসলাম আককাজ: “শেখ হাসিনার মমতা- বয়স্কদের জন্য নিয়মিত ভাতা’ ‘বিধবা ভাতার প্রচলন শেখ হাসিনার উদ্ভাবন’ প্রতিবন্ধীদের ভাতা প্রদান শেখ হাসিনার অবদান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদরের ৬নং ভোমরা ইউনিয়ন পরিষদে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার বই বিতরণ করা হয়েছে। রোববার সকালে ভোমরা ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউপি চেয়ারম্যান মো. ইসরাইল গাজী’র সভাপতিত্বে ভাতা ভোগীদের মাঝে প্রধান অতিথি হিসেবে বই বিতরণ করেন সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় তিনি বলেন, প্রতিবন্ধীরা আর সমাজের বোঝা নয়। তারা আজ প্রশিক্ষণের মাধ্যমে চাকরি ও খেলাধুলাসহ সকল ক্ষেত্রে দেশের জন্য অবদান রাখছে। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কন্যা সায়মা ওয়াজেদ পুতুল প্রতিবন্ধীদের কে সুবর্ণ নাগরিক হিসেবে তাদের পরিচয় পত্র প্রদান করে সমাজের একটি অংশ হিসেবে তুলে ধরেছেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করেছে তাই এ সব অসহায় মানুষ গুলো এ ভাতা পেয়ে উপকৃত হচ্ছে। এটি জননেত্রী শেখ হাসিনার যুগান্তকারী অবদান’। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হক, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. রোকনুজ্জামান, ভোমরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল গফুর, ইউপি সদস্য মোনাজাত আলী, আহমেদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ব্যাবসায়ী আল ফেরদৌস আলফা, বাংলাদেশ স্থল বন্দর শ্রমিক ফেডারেশন ভোমরা শাখার সাধারণ সম্পাদক মো আজিবুর রহমান আলিম, যুবলীগ নেতা জিয়াউর বিন সেলিম যাদুসহ ইউপি সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে ৫৩ জন বয়স্ক, ২৪ জন বিধবা ভাতা ভোগীদের প্রত্যেক কে এককালীন ৪৮০০/- এবং ৪৩ জন প্রতিবন্ধীদের প্রত্যেককে ৬০০০/- টাকা করে ভাতা প্রদান করা হবে। এছাড়া ৪০৯ জন প্রতিবন্ধীদের মাঝে সুবর্ণ নাগরিক হিসেবে ডিজিটাল পরিচয়পত্র প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন পরিষদের সচিব কাঞ্চন কুমার দে।