আন্তর্জাতিক

জাপানে ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

By daily satkhira

November 22, 2016

আর্ন্তজাতিক ডেস্ক: জাপানের উত্তর-পূর্ব উপকূলীয় এলাকায় শক্তিশালী ভূমিকম্প হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টার দিকে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়। তবে এতে এখনো কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।  জাপান মেট্রোলজিক্যাল এজেন্সির বরাত দিয়ে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, সকাল ৬টার দিকে এ ভূকম্পন অনুভূত হয়। এর পরই সুনামি সতর্কতা জারি করা হয় ফুকুশিমা এলাকায়। বার্তা সংস্থা এএফপি ও এপি জানিয়েছে, ‘এর উৎপত্তিস্থল ভূমি থেকে ১০ কিলোমিটার গভীরে। এই এলাকায় তিন মিটার বা ১০ ফুটের কাছাকাছি জলোচ্ছ্বাস আঘাত হানতে পারে।’ এর আগে ২০১১ সালে জাপানে ভয়াবহ সুনামি হয়। এতে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ওই সময় ফুকুশিমায় একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিধ্বস্ত হয়। সে সময় সুনামিতে প্রায় ১৮ হাজার মানুষ মারা যায়।