ভিন্ন স্বা‌দের খবর

মুরগি উল্টো করে ঝুলিয়ে নিলে ২০০ টাকা জরিমানা

By Daily Satkhira

May 31, 2018

আইন ও আদালত: দেশে পশুপাখির প্রতি নিষ্ঠুর আচরণ ঠেকাতে আইন আছে। এই আইনে হাঁস-মুরগি উল্টো করে ঝুলিয়ে নিলে ২০০ টাকা জরিমানার বিধান রয়েছে।

বুধবার রাজধানীর সোনারগাঁ হোটেলে ব্যবসা সহজ করার ক্ষেত্রে নেওয়া সংস্কার উদ্যোগের হালনাগাদ পরিস্থিতি জানাতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার বদরুল আলম এ তথ্য জানিয়েছেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) সভাটির আয়োজন করে।

আইন থাকলেও তা প্রয়োগ করার মতো জনবল না থাকার কথা উল্লেখ করে বদরুল আলম বলেন, ‘ব্যবসা সহজ করতে আইন নয়, সমস্যা আইনের প্রয়োগ করার মতো লোক নেই। আইন সংস্কার নিয়ে যত কাজ হয়, প্রয়োগের ক্ষেত্রে তেমন কাজ হয় না। যুক্তরাষ্ট্রে ২৫ কোটি মানুষের জন্য বিচারকের সংখ্যা ৮৫ হাজার। বাংলাদেশে ১৬ কোটি মানুষের ক্ষেত্রে এ সংখ্যা ১ হাজার ২০০ জন। বিচারকেরা বসার জায়গা পান না। এজলাসের সংখ্যা কম। এসব সমস্যার সমাধান আগে দরকার।’

এর আগে আইন কমিশনের প্রধান গবেষণা কর্মকর্তা ফাওজুল আজিম বলেন, ১০-১২টি আইন সরাসরি ব্যবসায়ের সঙ্গে সম্পর্কিত। এসব আইনের কয়েকটির বয়স ১০০ বছর পেরিয়ে গেছে। ফলে এখনকার ব্যবসা-বাণিজ্যের সঙ্গে আইন খাপ খাওয়াতে পারছে না। এসব আইন হালনাগাদ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় জানানো হয়, চারটি ক্ষেত্রে কিছু সংস্কারকাজ করে বিডা বিশ্বব্যাংকের সহজে ব্যবসা সূচক বা ডুয়িং বিজনেসে উন্নতির আশা করছে।