নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচির ২য় ব্যাচের প্রশিক্ষন সমাপনী ও সংযুক্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (৩১মে) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের সাংসদ এড.মুস্তফা লুৎফুল্লাহ। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন ও সেলিনা আনোয়ার ময়না। অনুষ্ঠানে পরিসংখ্যান অফিসার তাহের মাহমুদ সোহাগসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন। ‘প্রধানমন্ত্রীর অঙ্গিকার, বেকারত্ব ঘুচাবে সরকার’- শীর্ষক স্লোগানে ওই কর্মসূচিতে ২য় ব্যাচের ১হাজার ৭৯জনের মধ্যে ৯৬৭জনকে বিভিন্ন দপ্তরে সংযুক্তির চিঠি প্রদান করা হয়েছে। এদের মধ্যে ৪৫২জন ছেলে ও ৫১৫জন মেয়ে। এছাড়া বাকি ১১২জনকে স্বেচ্ছায় পদত্যাগ, দ্বৈত আবেদন, ক্লাসে অনিয়মিত থাকায় কর্মসূচি থেকে বাতিল করা হয়েছে।’ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার সঞ্জিব কুমার দাস।