প্রেস বিজ্ঞপ্তি : বৃহস্পতিবার ধানদিয়া ইউনিয়নে পরিষদ হলরুমে মানবিক সহায়তা কার্যক্রমে ইউনিয়নের বার্ষিক বাজেটে অন্তর্ভুক্ত করার মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অ´ফ্যাম বাংলাদেশের সহযোগিতায় আশ্রয় ফাউন্ডেশনের এবং সিডো সাতক্ষীরা এলনা প্রকল্প বাস্তবায়নে সভায় সভাপতিত্ব করেন আরিফুল আমিন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধানদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ইউপি সচিব মহাসিন কবির, ইউপি সদস্য গোলাম সরোয়ার, সিডো প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ^াস। প্রধান অতিথি বলেন, ধানদিয়া ইউনিয়ন তালা উপজেলার দুর্যোগ প্রবন ইউনিয়ন গুলোর মধ্যে অন্যতম। এখানে প্রতিবছর জলাবদ্ধতার কারনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়, এবং এলাকায় সম্পদের মারাত্মক ক্ষয়ক্ষতি হয়। সুতরাং দুর্যোগে মানবিক সহায়তার জন্য ধানদিয়া ইউনিয়নের বার্ষিক বাজেটে ৪লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দ রাখার ঘোষণা করেন। অনুষ্ঠানে ইউপি সদস্য, শিক্ষক, সাংবাদিক ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সদস্যগন উপস্থিত ছিলেন। এখানে রিসোর্স পারসন হিসাবে দুর্যোগে মানবিক সহায়তা রাখার প্রয়োজনীতা সহ দুর্যোগের প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত উপস্থাপন করেন বনশ্রী ভান্ডারী। অনুষ্ঠানটিতে সহযোগিতায় হিসাবে ছিলেন, হুমায়ুন কবির, প্রোগ্রাম অফিসার, আশ্রয় ফাউন্ডেশন, আবুল কাসেম, প্রোগ্রাম অফিসার, সিডো ও সুকান্ত মন্ডল।