আশাশুনি

শেখ হাসিনার সাথে থাকুন, আশাশুনিকে আরও উন্নত করা হবে- ডা. রুহুল হক এমপি

By Daily Satkhira

May 31, 2018

প্রেস বিজ্ঞপ্তি : “আশাশুনির উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা” শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে আশাশুনি এতিম ছেলে-মেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তন সভা কক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। রিপোর্টার্স ক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক স্বাস্থ্য মন্ত্রী সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি প্রফেসর ডা: আ,ফ,ম রুহুল হক। এসময় তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের লেখনির মাধ্যমে সমাজের অসংগতি ও নানাবিধ সমস্যা সম্পর্কে জানা যায়। আশাশুনিতে অনেক উন্নয়ন হয়েছে। অনেক উন্নয়ন কর্মকা- চলমান রয়েছে। অনেকগুলো প্রকল্প একনেকে পাশ হয়েছে। শেখ হাসিনার সাথে থাকুন, আশাশুনিকে আরও উন্নত করা হবে।” এসময় তিনি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানামুখী উন্নয়ন কর্মকান্ড সাধারণ মানুষের মাঝে তুলে ধরার আহবান জানান। তিনি তার বক্তব্যে, আশাশুনির নানাবিধ উন্নয়ন ও দেশের উন্নয়নে শেখ হাসিনার ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন। প্

রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: নজরুল ইসলাম। তিনি বলেন, “নৌকার সাথে থাকা মানে উন্নয়নের সাথে থাকা। বিগত কয়েক বছরে আশাশুনি উপজেলায় অসংখ্য উন্নয়ন কর্মকা- সম্পন্ন হয়েছে। সাংবাদিকদেরকে লেখনির মাধ্যমে সেগুলো মানুষের মাঝে তুলে ধরতে হবে।’ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি এ বি এম মোস্তাকিম, উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীন, প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জী, সাতক্ষীরা জর্জ কোর্টের পিপি এড. ওসমান গণি, সহকারী কমিশনার (ভূমি) মিজাবে রহমত, থানা অফিসার ইনচার্জ মোহাঃ মোস্তাফিজুর রহমান, ডেইলি সাতক্ষীরা সম্পাদক ও প্রকাশক হাফিজুর রহমান মাসুম, দেবহাটা উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো: মাহবুবুল আলম খোকন, স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ অরুন কুমার ব্যানার্জী, এলজিইডি প্রকৌশলী আক্তার হোসেন, আশাশুনি এতিম ছেলে মেয়েদের কারীগরি প্রশিক্ষণ কেন্দ্র ডিডি মোঃ আব্দুল লতিফ, সমাজ সেবা কর্মকর্তা এমদাদুল হক, আশাশুনি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ হান্নান, সহকারী পরিচালক সন্তোষ কুমার না

থ, আশাশুনি থানার ইন্সপেক্টর (তদন্ত) আক্তারুজ্জামান, জেলা প্রেসক্লাবের সদস্য কৃষ্ণ মোহন ব্যানার্জী, আশাশুনি প্রেস ক্লাব উপদেষ্টা এ কে এম এমদাদুল হক, আশাশুনি যুব মহিলালীগের সভানেত্রী সীমা সিদ্দীকি প্রমুখ। ইফতার পূর্ব দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, আশাশুনি সরকারি কলেজের প্রভাষক ও থানা জামে মসজিদের খতিব হাফেজ মোঃ বাকী বিল্লাহ। আশাশুনি রিপোর্টার্স ক্লাবের নির্বাহী সদস্য প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম এর পরিচালনায় এসময় আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সদস্যবৃন্দসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।