আন্তর্জাতিক

মহাভারতের সময় থেকেই সাংবাদিকতা শুরু : বিজেপি নেতা

By Daily Satkhira

June 01, 2018

আন্তর্জাতিক ডেস্ক: মহাভারতের সময় থেকেই সাংবাদিকতা শুরু হয়েছে বলে দাবি করেছেন ভারতের উত্তরপ্রদেশের বিজেপি শাসিত সরকারের উপমুখ্যমন্ত্রী দীনেশ শর্মা। তিনি বলেছেন, মহাভারতের সময় থেকেই সরাসরি সম্প্রচার হতো। তাই সেই সময় থেকেই শুরু হয় সাংবাদিকতা।

গতকাল বুধবার উত্তরপ্রদেশের মথুরায় এক অনুষ্ঠানে এসব কথা বলেন উপমুখ্যমন্ত্রী।

দীনেশ শর্মা বলেন, মহাভারতে হস্তিনাপুরে বসে সঞ্জয় কুরুক্ষেত্র যুদ্ধের বিবরণ ধৃতরাষ্ট্রকে দিতেন। সেটা কী করে সম্ভব? এটা সরাসরি সম্প্রচার ছাড়া আর কিছুই হতে পারে না।

দীনেশ শর্মা আরো দাবি করেন, ওই আমলে আজকের দিনের গুগুল সার্চের মতো কাজ করতেন হিন্দু ধর্মের নারদ মুনি। বিশ্বব্রহ্মাণ্ডের সব খবরাখবর নারদ মুনির কাছেই পাওয়া যেত। মুখে নারায়ণ নারায়ণ বলে তিনি বিশ্বব্রহ্মাণ্ডের যেখানে খুশি ঘুরে বেড়াতে পারতেন।

এর আগে ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব দাবি করেছিলেন, মহাভারতের যুগে ইন্টারনেট ছিল। এবারে তাঁর পথ ধরেই হাঁটলেন ভারতের উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী দীনেশ শর্মা।