আন্তর্জাতিক ডেস্ক: ‘ভোগ অ্যারাবিয়া’র সাময়িকীর জুন সংস্করণের প্রচ্ছদে মডেল হয়েছেন সৌদি রাজকুমারী হায়েফা বিনতে আবদুল্লাহ আল-সৌদ। লাল রঙের গাড়িতে চালকের আসনে বসা তিনি, পায়ে হাই হিল, হাতে চামড়ার মোজা। তিনিই প্রথম সৌদি রাজকুমারী যিদি ভোগের মডেল হয়েছেন।
সৌদি নারীদের ওপর গাড়ি চালনায় নিষেধাজ্ঞা প্রত্যাহারে নানা উদ্যোগ নিয়েছে সরকার। সাময়িকীর প্রচ্ছদে সেটিই তুলে ধরা হয়েছে। জেদ্দার পশ্চিমাঞ্চলীয় মরুভূমিতে সাময়িকীর ফটোশুট করা হয়েছে। তবে এ নিয়ে বিতর্কও শুরু হয়েছে। কারণ সম্প্রতি সৌদি আরবে বেশ কজন নারী অধিকার কর্মীকে গ্রেফতার করা হয়। সাময়িকীতে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বিভিন্ন সংস্কার কার্যক্রমের প্রশংসা করা হয়েছে। রাজকুমারী হায়েফা প্রয়াত সৌদি বাদশাহ আবদুল্লাহ মেয়ে। তিনি উদ্ধৃত করে সাময়িকী লিখেছে, ‘আমাদের দেশে রক্ষণশীলরা পরিবর্তনকে ভয় করে। অনেকে যা জানে তাতেই তুষ্ট। ব্যক্তিগতভাবে আমি এসব পরিবর্তনকে পুরোদমে সমর্থন করি।’ সূত্র: গার্ডিয়ান