দেবহাটা প্রতিনিধি: উপজেলা সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ উপজেলা পরিষদ মিলনায়তনে চোরাচালান, আইন শৃঙ্খলা, মানব পাচারসহ সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তহমিনা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গণি। উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, দেবহাটা থানার উপ-পরিদর্শক মাসুদুর রহমান মাসুদ, কোম্পানি কমান্ডার সাদেক আলী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, কুলিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান বিকাশ সরকার, পারুলিয়ার সালাউদ্দিন সরাফি, নওয়াপাড়ার আবুল কাশেম, সদর ইউপি চেয়াম্যান আবু বকর গাজী,। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা ইসমোত আরা, সমাজসেবা কর্মকর্তা হারুন অর রশীদ, প্রাণি সম্পদের ভিএস জিএম আব্দুল কুদ্দুস, হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুস সামাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, আনিসউজ্জামানসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও কমিটির সকল সদস্যরা। সভায় দেবহাটার সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়। তাছাড়া ১৫ আগষ্টে সখিপুর হাজিকেয়ামউদ্দীন মেমরিয়াল কলেজে জাতীর জনকের শাহদাত বার্ষিকী দায়সারা ভাবে পালন করায় সকলে দুঃখ প্রকাশ করে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানান। একই সাথে সীমান্তে সকল প্রকার চোরচালান ও মানব পাচার শুন্যের কোঠায় আনতে বিজিবি সদস্যদের আরো কঠোর হতে বলা হয়।