জাতীয়

আশুলিয়ায় কারখানায় আগুন, দগ্ধ অনেকে

By Daily Satkhira

November 22, 2016

অনলাইন ডেস্ক: সাভারের আশুলিয়ায় একটি গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে আশুলিয়ার জিরাবো ফুলবাগান এলাকায় ক্যালার গ্যাস লাইটার কারখানায় এ আগুন লাগার ঘটনা ঘটে।

এতে কারখানার অন্তত ৩৬ জন শ্রমিককে দগ্ধ অবস্থায় উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির এই তথ্য জানিয়েছেন।

কারখানার শ্রমিকরা জানান, ক্যালার গ্যাস লাইটার কারখানায় বিকেলে হঠাৎ করে আগুন লাগে। মুহূর্তের মধ্যে পুরো টিনশেড কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। এ সময় অনেক শ্রমিক তাড়াহুড়া করে বের হলেও অনেকে কারখানার ভেতরে আটকা পড়েছে বলে জানিয়েছে শ্রমিকরা। এলাকাবাসী এ সময় আটজন শ্রমিককে দগ্ধ অবস্থায় কারখানা থেকে বের করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে।

ডিইপিজেডের সিনিয়র স্টেশন অফিসার আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। নিরাপত্তার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে জিরোবো বিশমাইল সড়কের যানচলাচল।