কলারোয়া

কলারোয়ার কঠিন রোগাক্রান্ত শিশুটির বাঁচার প্রত্যাশা

By Daily Satkhira

June 01, 2018

নিজস্ব প্রতিনিধি: বয়স মাত্র দেড় বছর। কয়েক মাস আগেও যে শিশু ছিলো হৃষ্ঠপুষ্ঠ সেই শিশুকে এখন দেখলেও যে কারো হৃদয় কেদে উঠবে শিশুটির শারীরীক অবস্থা দেখে। বেচে থাকাই যেনো তার কাছে কঠিন হয়ে পড়েছে, তবে সকলের সহযোগিতায় উন্নত চিকিৎসা হলে হয়তো সুস্থ্য হয়ে উঠতে পারে শিশুটি। শিশুটির নাম আবু হুসাইন। সে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার চেঁড়াঘাট গ্রামের দিনমজুর হাবিবুর রহমানের পুত্র। দেড় বছর বয়সি হুসাইন কনিঠ রোগে আক্রান্ত। শিশুটির কান্না আর আর্তনাদ বলে দিচ্ছে- ‘সে বাঁচতে চায়।’ তাকে উন্নত চিকিৎসা দিয়ে সুস্থ্য করে তুলতে অনেক টাকার প্রয়োজন। পিতা হাবিবুর তার অবুঝ সন্তানের জন্য দেশবাসী তথা প্রধানমন্ত্রীর নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন। হাবিবুর জানায়- ‘তার ছেলে স্বাভাবিক ভাবে জন্ম গ্রহন করে। জন্ম গ্রহন করার ১৮ দিন পর থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। যা একটু খায় তা মুখ দিয়ে তুলে দিতো। ঐ সময় সাতক্ষীরা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. শেখ আবু সাঈদ শুভ সাহেবের কাছে নিয়ে যায়। উনি দেখে শুনে বলেন ওর পেটে নাড়ী জড়িয়ে গেছে, অপারেশন করতে হবে। ডাক্তারের কথা মত অনেক কষ্ট করে টাকা যোগাড় করে গত ২০১৭ সালের ১৭ অক্টোবর অপারেশন করানো হয়। সেসময় ওর পিছনে ৭০ থেকে ৮০ হাজার টাকা খরচ হয়। ছেলের পেটের নাভি থেকে নারি বের করে সেখান দিয়ে মল বা পায়খানা ত্যাগের ব্যবস্থা নেন চিকিৎসকরা। অপারেশন করার পর আমার ছেলে সম্পূর্ন সুস্থ হয়ে যায়। কিন্ত ৫/৬ মাস যেতে না যেতেই আবারও অসুস্থ হয়ে পড়ে। কোন কিছু খেতে চায়তো না। যা একটু খায় তা মুখ দিয়ে বমি করে দেয়। সারাক্ষন কান্নাকাটি করে। ছেলে ৫/৬ কেজি ওজন থেকে এখন ১/ দেড় কেজি ওজনে পরিনত হয়েছে।’ তিনি আরো জানান- ‘এ অবস্থায় সাতক্ষীরার শিশু বিশেষজ্ঞ ডা. শামছুর রহমান, ডা. হাবিবুর রহমানসহ বিভিন্ন ডাক্তারের নিকট নিয়ে যায়। কিন্তু তারা আমার ছেলে চিকিৎসা দিতে চান না। খুলনা অথবা ঢাকাতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এবং বলেন ঐ ছেলেকে বাঁচাতে হলে কমপক্ষে আরো ২ বার অপারেশন করাতে হবে এবং তাতে খরচ হবে প্রায় ৪ থেকে ৫ লক্ষ টাকা।’ হাবিবুরের স্ত্রী জানায়- ‘এর আগে একটি বাচ্চা হয়ে মারা গেছে। এ জন্য আমার ছেলেকে যে ভাবে হোক উন্নত চিকিৎসা দিয়ে বাঁচিয়ে তুলতে চাই।’ হাবিবুর একজন দিনমজুর। নিজের কোন জমিজায়গা নেই। অন্যের জমিতে কাজ করে সংসার নির্বাহ করে। তার পক্ষে এত টাকা খরচ করে ছেলের চিকিৎসা করানো কোন ভাবেই সম্ভব না। তাই দেশের জনসাধারন তথা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন জানিয়েছে তার একমাত্র ছেলেকে বাঁচিয়ে তোলার জন্য আর্থিক সাহায্যের। যদি কোন সহৃদয়বান ব্যাক্তি তার জন্য সাহায্য করতে চান তা হলে হাবিবুর তার নিজের বিকাশ একাউন্ট নং ০১৭৫৭-৪০৫৭২১ তে অর্থ পাঠানোর অনুরোধ করেছে।