জাতীয়

একরামুল নিহতের ঘটনা তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

By Daily Satkhira

June 02, 2018

ন্যাশনাল ডেস্ক: কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কাউন্সিলর একরামুল হক নিহতের ঘটনা তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। শুক্রবার (১ জুন) চ্যানেল আই ভবনে আয়োজিত ‘তেজগাঁও ওল্ড স্টুডেন্টস সোসাইটি’র ইফতার শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা বিষয়টি তদন্ত করব। একজন ম্যাজিস্ট্রেট বিষয়টি তদন্ত করবেন; তিনি যদি মনে করেন ওই বন্দুকযুদ্ধে বেআইনি কিছু হয়েছে, তবে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।’

নিহত একরামের স্ত্রী দাবি করেছেন, তার স্বামীকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের কাছে এখন পর্যন্ত যে তথ্য আছে, তাতে এ ধরনের কোনও আভাস পাওয়া যায়নি। তবে একরামের স্ত্রী যেটা বলেছেন, তা আমরা তদন্ত করে দেখবো।’

মাদকের বিরুদ্ধে চলমান অভিযান মাদক নিয়ন্ত্রণ হলেই থামবে জানিয়ে তিনি বলেন, ‘আমরা মাদকের বিরুদ্ধে যে যুদ্ধে নেমেছি তা কেবলমাত্র মাদক নিয়ন্ত্রণ হলেই থামবে। যতক্ষণ পর্যন্ত এ দেশে মাদক নিয়ন্ত্রণ না হচ্ছে, ততদিন অভিযান চলবে।’