পলাশ দেবনাথ, নুরনগর : শনিবার সকাল ১১টায় শ্যামনগর উপজেলার নুরনগর মৎস্য ব্যাবসায়ী সমিতির উদ্যেগে বাগদা চিংড়ীতে অপদ্রব পুশ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় মৎস্য ব্যাবসায়ীরা আর কখনও মাছে পুশ করবে না বলে অঙ্গীকার করেন। আগামী দিন গুলোতে নুরনগর মৎস্য ব্যাবসায়ী সমিতির সভাপতি সহ সকল সদস্যরা এই পুশ বিরোধী অভিযান চালাবেন বলে জানা গেছে। এবং নিজেদের মধ্যে তদারকি কমিটি গঠন করে পুশ চিরতরে বন্ধ করবে বলে জানিয়েছেন তারা। শ্যামনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক হোসেন সাগর এর নির্দেশে নুরনগর মৎস্য ব্যাবসায়ী সমিতির ছোট বড় সকল মৎস্য আড়ৎ গুলোতে পুশ কৃত বাগদা চিংড়ী না কেনার জন্য বলা হয়েছে। এছাড়া কোন প্রকার অপদ্রব পুশ করছে এমন প্রমান পেলে ছোট ব্যবসায়ীদের ১০.০০০/=টাকা এবং আড়ৎ মালিকদের ২০.০০০/=টাকা জরিমানা করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। নুরনগর মৎস্য ব্যাবসায়ী সমিতির সভাপতি বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ্ব মিজানুর রহমান সহ সমিতির অনান্য সদস্যদের সাথে নিয়ে নুরনগরের বিভিন্ন মাছের আড়ৎ গুলোতে যান এবং পুশ না করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন। উক্ত আলোচনা সভায় আলহাজ্ব মিজানুর রহমান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন এস এম সোহেল রানা বাবু, জাহাঙ্গির আলম, রাশিদুল ইসলাম,আব্দুল জলিল, মাছুদুর রহমান,লুৎফর রহমান, রুহুল আমিন, মিজানুর রহমান, নাজিম, শফিকুল ইসলাম, হাসান,আব্দুল্লাহ আল বাক্কি সহ সকল মৎস্য ব্যাসায়ীরা।