খুলনা

পাইকগাছা আলোকিত পৌরসভার হালচাল- ৫ কাঁচা বাজার চাঁদনী না থাকায় বেহাল অবস্থায় পরিণত

By daily satkhira

November 22, 2016

বাবুল আক্তার, পাইকগাছা : পাইকগাছা আলোকিত পৌরসভা নামে খ্যাত এ পৌরসভাটি চলছে যেনতেন ভাবে। কাঁচা বাজার চাঁদনী না থাকায় বেহাল অবস্থায় পরিণত হয়েছে। দেখার কেউ নেই। কর্তৃপক্ষ নিরব। স্বচ্ছ পৌরসভার দাবি জানিয়েছেন পৌরবাসী। জানা যায়, পাইকগাছা পৌর সদরের কাঁচা বাজারের অবস্থা বেহাল ও এলোপাতাড়ী। বাজারে কোন চাঁদনী না থাকায় পৌর অভ্যন্তরে যে যার মত বাঁশ খুটি পুঁতে জায়গা দখল করে রেখেছে। ব্যবসায়ী ছাড়াও একাধিক ব্যক্তি জায়গা দখল করে রেখে অন্যত্রে বিক্রয় করছে। এক ব্যক্তির একাধিক জায়গা দখলেরও অভিযোগ রয়েছে। দেখা যায়, কাঁচা বাজারের ৪০-৫০ টি ব্যবসায়ির পজেশন থাকলেও ব্যবসা করছে মাত্র ৫/৬ জন ব্যবসায়ী। অন্য খুঁটি পুঁতে সেখানে কাঠ ও চাটাই দিয়ে ধরে রেখে এ জায়গা। সে কারণে ভ্রাম্যমাণ কাঁচা মাল ব্যবসায়ী বা বাইরে থেকে আসা ব্যবসায়ীরা বসার জায়গা না পেয়ে ফুটপাত দখল করছে। আর অবৈধভাবে কাঁচা বাজার দখলকারীরা তাদের পজেশন ১০-১৫ হাজার টাকা করে বিক্রি করছে। উক্ত বাজার পৌর কর্তৃপক্ষ বা ইজারাদারের নিয়ন্ত্রণে না থাকায় হ-য-ব-র-ল ভাবে চলছে কাঁচা বাজার। যদি কর্তৃপক্ষ বাজার তাদের নিয়ন্ত্রণ রাখত তাহলে ফুটপাত দখলের প্রবণতা কমে যেতো এবং সকলেই একইস্থানে ব্যবসা করলে ক্রেতাদের ছুটা-ছুটি করা লাগত না। অবাস্তব হলেও সত্য, পাইকগাছা উপজেলার বিভিন্ন হাট-বাজার ও কাঁচা বাজারের চাঁদনী থাকলেও পৌর সদরে তা নাই। যে কারণে পূরানো দিনের ন্যায় বাঁশ খুঁটি দিয়ে তৈরি রয়েছে দোকানপাট। কাঁচা বাজারের সভাপতি কামরুল ইসলাম জানান, কিছু কিছু স্বার্থান্বেষী মহল ব্যবসা না করে জায়গা দখল করে রাখায় প্রকৃত বা বাইরে থেকে আসা ব্যবসায়ীরা বসার জায়গা পায় না। ফুটপাতসহ সেখানে এলোপাতাড়ীভাবে সেখানে বসতে হয়। এছাড়া বাজারে চাঁদনী না থাকার কারণে এ জটিল সমস্যায় পড়তে হচ্ছে। যারা ব্যবসা করছে না তাদের কবল থেকে কর্তৃপক্ষ ইচ্ছা করলে দখল উচ্ছেদ করতে পারে। পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর জানান, কাঁচা বাজারে অচিরেই যারা ব্যবসা করে না তাদেরকে উচ্ছেদ করা হবে এবং চাঁদনীর জন্য চেষ্টা করে যাচ্ছি।     এলাকার সচেতনমহল স্বচ্ছ পৌরসভা গড়ার লক্ষ্যে কাঁচামাল ব্যবসায়ীদের যত্রতত্র ব্যবসা না করে একীভুত করার জন্য এবং বাজার চাঁদনী স্থাপনের জন্য পৌর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।