খেলা

প্রস্তুতি ম্যাচে অস্ট্রিয়ার কাছে হারল জার্মানি

By Daily Satkhira

June 03, 2018

খেলার খবর: রাশিয়া বিশ্বকাপের অভিযান শুরুর আগেই বড় রকমের ধাক্কা খেল বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি। প্রতিবেশী দেশ অস্ট্রিয়ার সঙ্গে শনিবারের প্রীতি ম্যাচে ২-১ গোলে হেরে গেল বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি।

এই নিয়ে ৩২ বছরে প্রথমবার অস্ট্রিয়ানদের কাছে হারল তারা। আর এনিয়ে ৫ ম্যাচ থাকল জয়হীন, ১৯৮৭-৮৮ মৌসুমের পর যেটা সবচেয়ে লম্বা সময়।

চাপের প্রত্যাশা নাকি রক্ষণের দুর্বলতা? ম্যাচ শেষে এমনই প্রশ্নের মুখে পড়তে হল জোয়াকিম লোকে। কারণ একটাই প্রাক বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে অপেক্ষাকৃত কম শক্তিশালী অস্ট্রিয়ার (ফিফা ব়্যাঙ্কিংয়ে রয়েছে ৩২ নম্বরে) কাছে হেরে লজ্জা পেল বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি।

প্রথমার্ধে ওজিলের গোলে (১১ মিনিট) শুরুটা ভাল করলেও ম্যাচের দ্বিতীয়ার্ধে দাগ কাটতে পারেনি জার্মান আক্রমণ। উল্টো ঘরের মাঠে বার বার প্রতিআক্রমণে ঝড় তুলে গতবারের চ্যাম্পিয়নদের বন্দি করে রাখে অস্ট্রিয়া। এদিন মুলার, ম্যাটস হুমেলস, টনি ক্রুসদের বিশ্রাম দেন জার্মান কোচ। ক্লাব মৌসুম শেষ হওয়ার পর পর্যাপ্ত বিশ্রাম দিতেই তাদের ম্যাচের বাইরে রাখেন লো।

পিছিয়ে পড়ে প্রথমে ৫৩ মিনিটে দুরন্ত ভলিতে মার্টিন হিন্টারেগার গোল শোধ করেন। তারপর ৬৯ মিনিটে আলেকজান্দ্রোর গোলে এগিয়ে যায় অস্ট্রিয়া। ম্যাচে পচা শামুকে পা কাটার পরই জার্মানির পারফরম্যান্স নিয়ে কাটা-ছেঁড়া শুরু করে দিয়েছে ফুটবলদুনিয়ার সমর্থকরা।

চোট সারিয়ে অস্ট্রিয়ার বিরুদ্ধে এদিন কামব্যাক করলেন ম্যানুয়েল ন্যুয়ার। যদিও প্রস্তুতি ম্যাচে তিনি দাগ কাটতে ব্যর্থ। শেষ বিশ্বকাপে সোনার দস্তানার মুকুটজয়ী এদিন দুটি গোল হজম করেন।

আগামী ১৭ জুন ‘এফ’ গ্রুপে মেক্সিকোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরুর আগে জার্মানি আরো একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। শুক্রবার লেভারকুসেনে তাদের মুখোমুখি হবে সৌদি আরব।