খুলনা

পাইকগাছা ৭টি ইউনিয়নের ২১৮.৯৪০ মেট্রিক টন রেশনের চাল বিতরণ শুরু

By daily satkhira

November 22, 2016

পাইকগাছা ব্যুরো : পাইকগাছা সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ৭টি ইউনিয়নের ৮ হাজার ৫৫৩ টি পরিবারের মধ্যে ২১৮.৯৪ মেঃটন রেশনের চাল বিতরণ শুরু। হতাশায় রয়েছে ৩টি ইউনিয়নের কার্ডধারী পরিবার। জনপ্রতিনিধি ও সরকারি দলের নেতাদের মতানৈক্যের কারণে সমস্যাটির সৃষ্টি। দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ। গতকাল প্রতিটি ইউনিয়ন ছিল প্রাঞ্চল্য। বাংলাদেশ সরকার হতদরিদ্র্যদের মাঝে ১০ টাকার চাল বিতরণের জন্য প্রতি ইউনিয়নে রেশন কার্ড বিতরণ করে। সরকারি নিয়মানুযায়ী তালিকা তৈরির জন্য জনপ্রতিনিধির সাথে সরকারি দলের মতনৈক্যের কারণে চাল বিতরণ থমকে দাঁড়ায়। আবার অনেক জনপ্রতিনিধি তাদের পছন্দ বা নির্বাচনী কর্মীদের নামে তালিকা তৈরির সমস্যার সৃষ্টি হয়। দরখাস্ত চালাচালী চলে উপজেলা নির্বাহী অফিসসহ সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট। ফলশ্র“তিতে রেশন কার্ডের চাল বিতরণ বন্ধসহ মামলা মোকদ্দমার সৃষ্টি হয়। চলে যায় রেশন কার্ডের চাল। এরপর স্থানীয় প্রশাসনের সাথে জনপ্রতিনিধিদের একাধিকবার বসাবসিতে ৭টি  ইউনিয়নে সমস্যা সমাধান হলেও এখনও পর্যন্ত ৩টি ইউনিয়নে সমন্বয়হীনতার কারণে বন্ধ রয়েছে। গত মঙ্গলবার ইউনিয়নগুলোতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে শতশত দরিদ্র কার্ডধারীদের উপস্থিতিতে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন হয়। সোলাদানা বাজারে উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম. বাবর আলীর উপস্থিতিতে ইউপি চেয়ারম্যান এস,এম, এনামুল হক চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এখানে ৩৭.২০০ মেঃটন চাল, ১২৬৫ জন রেশন কার্ডধারী ১০ টাকা মূল্যের চাল ক্রয় করতে আসেন। কপিলমুনি ১৮৬৭ জন রেশন কার্ডধারী ৫৫.৫৩০ মেট্রিন টন, লস্কর ১১৫৮ জন কার্ডধারী ১৭.৩৪০ মেট্রিক টন, গড়ইখালী ১২৯০ জন কার্ডধারী ৩৮.১৩০ মেট্রিক টন, রাড়–লী ১৪৭৯ জন কার্ডধারী ৪৪.৩৪০ মেট্রিক টন, দেলুটি ৮৮০ জন কার্ডধারী ২৬.৪০০ মেট্রিক টন, লতা ৬১৪ জন কার্ডধারী ১৮.৪২০ মেট্রিক টন চাল বিতরণ কার্যক্রম চলছে। বাকী হরিঢালী, চাঁদখালী ও গদাইপুর ইউনিয়নে জনপ্রতিনিধি ও সরকারী দলের মধ্যে তালিকা প্রণয়নে সমন্বয়হীনতার কারণে সমাধান হয়নি।