সাতক্ষীরা

সাতক্ষীরা আহছানিয়া মিশনের নির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহণ

By Daily Satkhira

June 03, 2018

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা আহছানিয়া মিশনের নব-নির্বাচিত ম্যানেজিং কমিটির দায়িত্বভার প্রদান করা হয়েছে। রোববার বিকালে সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেনের সভাপতিত্বে সাবেক সাধারণ সম্পাদক শেখ আজিজুল হক নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জলের হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার হস্তান্তর করেন। দায়িত্বভার প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায়, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহ-সম্পাদক চৌধুরী আমজাদ হোসেন, সদস্য এনামুল হক প্রমুখ। দায়িত্বভার প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন বলেন, ¯্রষ্টার ইবাদত ও সৃষ্টের সেবার উদ্দেশ্য নিয়ে সকলকের পীর কেঁবলার আদর্শ বাস্তবায়নে কাজ করতে হবে। খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানের মাধ্যমে ¯্রষ্টার এবাদত ও সৃষ্টির সেবা মূলমন্ত্র নিয়ে প্রত্যেককে নিজের ক্ষুদ্রতা উপলব্ধি করতে উপদেশ দেন। মিশন প্রতিষ্ঠাতার প্রত্যাশা, স্বপ্ন ও আদর্শের আলোকে সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন তৃণমূল পর্যায়ের জনগোষ্ঠীর অবস্থানগত পরিবর্তনে জনকল্যাণমুখী উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে মানবসেবায় নিরলসভাবে কাজ করবে এ প্রত্যাশা করেন তিনি। ঈর্ষা, দ্বেষ, অহংকার, হিংসাবৃত্তিকে দমন করিয়া রুহের শক্তি প্রসার করাই মিশনের উদ্দেশ্য। সমাজে শান্তি সৃষ্টি করা মিশনের অন্যতম লক্ষ্য। সাধারণ মানুষ চায় দৃষ্টান্ত। মানুষ চায় আদর্শ। আফসোসের সুরে এ উচ্চারণ হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা সারা জীবনের লালিত আদর্শ ও দর্শনকে কাজে পরিণত করার প্রত্যয়ে তিনি স্থাপন করেছিলেন ‘আহ্ছানিয়া মিশন’। সুতরাং নব-নির্বাচিত কমিটির কর্মকর্তাদের আহ্ছানিয়া মিশনের মূল উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।’ এ সময় উপস্থিত ছিলেন কাজী মুহম্মদ অলিউল্লাহ, মো. ফজলুর রহমান, নব নির্বাচিত সহ-সভাপতি কাজী মনিরুজ্জামান মুকুল, শেখ মামুনার রশিদ, গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, যুগ্ম সম্পাদক মনোয়েম খান চৌধুরী, সহ সম্পাদক মো. আব্দুর রহমান, কোষাধ্যক্ষ আবুল কাশেম, সদস্য মো. আব্দুল খালকে, মো. আব্দুল হামিদ, শেখ আবুল কালাম, জিএম মাহাবুবর রহমান, মীর আমজাদ হোসনে, আব্দুর রাজ্জাক, এড. শেখ সিরাজুল ইসলাম, ডা. একরামুল হক, আব্দুল আলিম, হাফিজুল আল মাহমুদ, মাহমুদুল হক, হাববিুর রহমান রনি, আজহারুল ইসলাম, শেখ আলমগীর হাসান, আহছান কবির, জুলফিকার হায়দার, সৈয়দ মাহমুদ পাপা প্রমুখ।