খেলা

পাকিস্তানকে ইনিংসে হারিয়ে সিরিজ বাঁচাল ইংল্যান্ড

By Daily Satkhira

June 04, 2018

খেলার খবর: লর্ডস টেস্ট পুরোটাই ছিল পাকিস্তানের নিয়ন্ত্রণে। ৯ উইকেটে জিতে এগিয়ে ছিল তারা। কিন্তু হেডিংলি টেস্টে মুদ্রার উল্টো পিঠ দেখলেন সরফরাজ আহমেদরা। দ্বিতীয় টেস্টে ছড়ি ঘুরিয়েছে ইংল্যান্ড। ব্যাটে-বলে দারুণ সাফল্য দেখিয়ে পাকিস্তানকে ইনিংস ও ৫৫ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজ ১-১ এ ড্র করল তারা।

পাকিস্তানের ১৭৪ রানের জবাবে ৩৬৩ রান করেছিল ইংল্যান্ড। এরপর বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে সফরকারীদের তারা অলআউট করে ১৩৪ রানে। মাত্র তিন দিনেই শেষ হয়েছে দ্বিতীয় টেস্ট।

৭ উইকেটে ৩০২ রানে রবিবার মাঠে নেমেছিল ইংল্যান্ড। ৩৪ রানে অপরাজিত জস বাটলার শেষ পর্যন্ত টিকে ছিলেন ৮০ রানে। ১০১ বলে ১১ চার ও ২ ছয় ছিল তার এই ইনিংসে। এদিন আরও ৬১ রান যোগ করে স্বাগতিকরা।

পাকিস্তানের পক্ষে বল হাতে এই ইনিংসে ৩ উইকেট নিয়ে সফল বোলার ফাহিম আশরাফ। এছাড়া ২টি করে উইকেট নেন মোহাম্মদ আব্বাস, হাসান আলী ও মোহাম্মদ আমির।

২২৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নামে পাকিস্তান। কিন্তু জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডের পেসের সঙ্গে ডোমিনিক বেসের স্পিনে নাকানিচুবানি খায় তাদের ব্যাটসম্যানরা। ইমাম উল হকের ৩৪ রান ছিল ইনিংসের সেরা।

এছাড়া উসমান সালাউদ্দিন করেন ৩৩ রান। এছাড়া আজহার আলী (১১) কেবল দুই অঙ্কের ঘরে রান করেন। মাত্র ৪৬ ওভারে শেষ হয় সফরকারীদের দ্বিতীয় ইনিংস।

বেস ও ব্রড তিনটি করে উইকেট নেন। দুটি পান অ্যান্ডারসন।

ম্যাচের সেরা হয়েছেন বাটলার। আর দুই ম্যাচে ১০ উইকেট নিয়ে সিরিজের সেরা পাকিস্তানের পেসার আব্বাস। ক্রিকইনফো