ফিচার

সাতক্ষীরা জেলা পরিষদের ইফতার মাহফিলে সর্বস্তরের মানুষের মিলনমেলা

By Daily Satkhira

June 04, 2018

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি সর্বস্তরের মানুষের মিলনমেলায় পরিণত হয়।

সোমবার ১৮ রমজান জেলা পরিষদ চত্বরে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, কলারোয়া উপজেলা চেয়ারম্যান শেখ ফিরোজ আহমেদ স্বপন, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ, উপ-পরিচালক, স্থানীয় সরকার ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) সাতক্ষীরা শাহ্ আবদুল সাদী, সাবেক সাংসদ ডা. মোখলেছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মাহমুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল হান্নান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মেরিনা আক্তার, সাতক্ষীরা জজকোর্টের পিপি এড. ওসমান গণি, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন মশু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেল সুপার আবু জাহেদ, জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড জেলা শাখার সদস্য সচিব লায়লা পারভীন সেজুতি, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি এনছান বাহার বুলবুল, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খলিলুর রহমান, জেলা আওয়ামীলীগের সদস্য মীর মোশারফ হোসেন মন্টু, শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউল হক দোলন, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান অছলে, বল্লী ইউপি চেয়ারম্যান মো. বজলুর রহমান, আগরদাড়ি ইউপি চেয়ারম্যান মজনুর রহমান মালি, পৌর কাউন্সিলর শেখ আব্দুস সেলিম, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, পৌর আওয়মীলীগের যুগ্ম-সম্পাদক রাশেদুজ্জামান রাশি, জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, পৌর যুবলীগের আহবায়ক আহবায়ক মনোয়ার হোসেন অনু, পৌর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ কামরুল হক চঞ্চল, সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন, জেলা পরিষদের সদস্য রোকেয়া মোসলেম উদ্দিন. শিল্পী রাণী মহলদার, শেখ আমজাদ হোসেন, মো. মতিয়ার রহমান গাজী, মো. ওবায়দুর রহমান লাল্টু, মনিরুল ইসলাম, সৈয়দ আমিনুর রহমান বাবু, এস.এম আসাদুর রহমান, মো. নুরুজ্জামান, ডালিম কুমার ঘরামী, এম.এ হাকিম, মো. মহিতুর রহমান, দেলোয়ার হোসেন, মীর জাকির হোসেন, এড.শাহনওয়াজ পারভীন মিলি, মাহফুজা সুলতানা, মো. আল ফেরদৌস আলফা, কাজী নজরুল ইসলাম হিল্লোল, জেলা তাঁতীলীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান নাসিম, যুগ্ম আহ্বায়ক আসাদ, জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা, সাধারণ সম্পাদক সৈয়দ সাদেকুর রহমান প্রমুখ। ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পুরাতন কোর্ট জামে মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী শেখ ফিরোজ আহমেদ। মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টের সকল শহিদ, শহিদ জাতীয় চার নেতা, শহিদ মুক্তিযোদ্ধা ও গণতান্ত্রিক আন্দোলনে সকল শহিদের রূহের মাগফেরাত কামনা করা হয়। এসময় প্রশাসনিক কর্মকর্তা ও জেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।