তালা

তালায় বৈষম্য দূরীকরণ শীর্ষক সভা

By daily satkhira

November 22, 2016

তালা প্রতিনিধি: সমাজের পিছিয়ে পড়া দলিত সম্প্রদায়ের মানুষের প্রাপ্য অধিকার নিশ্চিতকরণ ও বৈষম্য দূরীকরণ শীর্ষক এক আলোচনা সভা মঙ্গলবার সকালে তালা শিল্পকলা অ্যাকাডেমি হলরুমে অনুষ্ঠিত হয়েছে। দাতা সংস্থা সানজিনো- ইটালী’র সহযোগিতায়, বেসরকারি সংস্থা দলিত’র আয়োজনে এবং সংস্থার টিপসি প্রকল্পের আওতায় উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দলিত এর হিসাব রক্ষক রিনা দাশ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. ইখতিয়ার হোসেন।  বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, দলিত টিপসি প্রকল্প ব্যাবস্থাপক দেবব্রত বিশ্বাস। দলিত’র সিডিও গোপীনাথ দাস’র পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে সাবেক ইউপি সদস্য জি. এম.মোস্তাফিজুর রহমান তিতু, সাংবাদিক বি.এম.জুলফিকার রায়হান,ইউপি সদস্যা সাহিদা বেগম, ময়না বেগম, দলিত কর্মকর্তা শাওন শাহা ও সমীর দাস, অন্ত্যজ নেত্রী স্বরসতী দাশ ও পুরোহিত যুধিষ্টির চক্রবর্ত্তী প্রমুখ বক্তৃতা করেন। সভায় দলিত সম্প্রদায়ের সামাজিক অধিকার ও মর্যাদা রক্ষা এবং সামাজিক সমস্যা দূরীকরণ বিষয়ে আলোচনা হয়। এসময় দলিত কমিউনিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।