আশাশুনি

আশাশুনিতে পুশকৃত বাগদা চিংড়ি বিনষ্ট ও ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়

By Daily Satkhira

June 05, 2018

আশাশুনি ব্যুরো: আশাশুনির কাদাকাটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে পুশকৃত বাগদা চিংড়ি বিনষ্ট ও চিংড়িতে অপদ্রব পুশের কারণে এক মৎস্য ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। উপজেলার কাদাকাটি বাজার মৎস্য সেটে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আশাশুনি উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজাবে রহমত। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতা ভ্রাম্যমাণ আদালতের সাথে ছিলেন। জানা গেছে, বছরের প্রথম থেকে কাদাকাটি বাজার মৎস্য সেটে বাগদা চিংড়িতে বিভিন্ন ধরনের ক্ষতির তরল পদার্থ পুশ করে আসছিলো কিছু অসাধু ব্যবসায়ীরা। একাধিক মৎস্য ব্যবসায়ীর বক্তব্য তারা স্থানীয় জনৈক ব্যক্তিকে মাসিক টাকা দিতেন প্রশাসনকে ম্যানেজ করার জন্য। মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মৎস্য ব্যবসায়ী গফ্ফার শেখের পুত্র শিমুল শেখকে পুশকৃত ২৫ কেজি বাগদাসহ আটক করা হয়। পরে ২৫ কেজি মাছের মধ্যে কিছু মাছ গাড়ির চাকার তলায় দিয়ে বিনষ্ট করা হয় এবং মৎস্য ব্যবসায়ী শিমুল শেখকে ২০০০ টাকা জরিমানা করা হয়। সহকারী কমিশনার(ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজাবে রহমত জানান, কাদাকাটি বাজার মৎস্য সেটে অভিযান চালিয়ে পুশকৃত ২৫ কেজি বাগদাসহ মৎস্য ব্যবসায়ী শিমুল শেখকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পুশকৃত ২৫ কেজি বাগদা বিনষ্ট ও শিমুল শেখকে ২০০০ টাকা জরিমানা করা হয়।