ন্যাশনাল ডেস্ক: এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতকে এয়ার মার্শাল হিসেবে পদোন্নতি দিয়ে বিমানবাহিনীর প্রধান নিয়োগ দিয়েছে সরকার।
মাসিহুজ্জামানকে আগামী তিন বছরের জন্য ওই পদে নিয়োগ দিয়ে সোমবার আদেশ জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়, যা ১২ জুন থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতকে এয়ার মার্শাল পদে পদোন্নতি প্রদানপূর্বক বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এয়ার চিফ মার্শাল আবু এসরারের স্থলাভিষিক্ত হবেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো মাসিহুজ্জামান সেরনিয়াবাতের জীবনবৃত্তান্ত :
এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত ১৯৬২ সালের ১৪ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ১৬ মার্চ ১৯৮০ তারিখে বাংলাদেশ বিমানবাহিনী একাডেমিতে ফ্লাইট ক্যাডেট হিসেবে যোগদান করেন এবং ১৯ জুন ১৯৮২ তারিখে জিডি(পি) শাখায় কমিশন লাভ করেন। এভিএম মাসিহুজ্জামান সেরনিয়াবাত একজন ফাইটার পাইলট এবং কোয়ালিফাইড ফ্লাইং ইন্সট্রাক্টর। একজন পেশাদার সুদক্ষ বৈমানিক হিসেবে তিনি পিটি-৬, ফুগা, এফ-৬, এফ-৭, এফ-৭বিজি, এফ-৭এমবি, এ-৫, মিগ-২৯, ইয়াক-১৩০ এবং সু-৩০ এমকেআই(এ) বিমান উড্ডয়ন করেছেন। তিনি মিগ-২৯ ফাইটার স্কোয়াড্রনের প্রথম কমান্ডারের দায়িত্ব পালনসহ বিমানবাহিনীর তিনটি ফাইটার স্কোয়াড্রনের অধিনায়ক হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
এই কর্মকর্তা সামরিক বাহিনীর দীর্ঘ চাকরিজীবনে দেশে ও বিদেশে পেশাগত বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করেন। তিনি ১৯৯৬ সালে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, মিরপুর থেকে এয়ার স্টাফ কোর্স, ১৯৯৭ সালে রয়্যাল মালয়েশিয়ান আর্মড ফোর্সেস স্টাফ কলেজ হতে দ্বিতীয় স্টাফ কোর্স এবং ২০০৬ সালে চীনের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি হতে উচ্চতর ডিগ্রি লাভ করেন।
বর্ণাঢ্য কর্মজীবনে তিনি বিমানবাহিনীর বিভিন্ন কমান্ড, স্টাফ ও প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, মিরপুরে ডাইরেক্টিং স্টাফ এবং সিনিয়র ইন্সট্রাক্টর (এয়ার), বিমান সদরের বিমান প্রশিক্ষণ পরিদপ্তর, বিমান পরিচালন পরিদপ্তর, পরিকল্পনা পরিদপ্তরের পরিচালক এবং বিমান সচিবের দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি বিমানবাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটির অধিনায়ক, বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর এয়ার অধিনায়ক এবং সহকারী বিমানবাহিনী প্রধান (প্রশাসন) হিসেবে দায়িত্ব অত্যন্ত কৃতিত্বের সঙ্গে পালন করেছেন। পেশাগত জীবনে কর্মদক্ষতা ও অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘বিমানবাহিনী পদক’ ও ‘অসামান্য সেবা পদক’ লাভ করেন।
এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত পেশাগত কারণে বুলগেরিয়া, চীন, চেক প্রজাতন্ত্র, কঙ্গো, জর্জিয়া, ভারত, সৌদি আরব, লাইবেরিয়া, মালয়েশিয়া, মালি, পাকিস্তান, রাশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, তুরস্ক, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউক্রেনসহ বিভিন্ন দেশ সফর করেন।
বিমানবাহিনী প্রধান হিসেবে নিয়োগের পূর্বে তিনি সহকারী বিমানবাহিনীর প্রধানের (পরিচালন) দায়িত্ব পালনরত ছিলেন।