নিজস্ব প্রতিনিধি : কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতের সাড়াশি অভিযানে ৫মহিলা চোরকে কারাদন্ড ও ৩ ব্যবসা প্রতিষ্ঠানে আর্থিক জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৫জুন) দুপুরে কলারোয়া বাজারে ও চন্দনপুর ইউনিয়নের গয়ড়ায় পৃথক অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন। উপজেলা নির্বাহী অফিসের বেঞ্চ সহকারী আব্দুল মান্নান জানান- ‘বিভিন্ন দোকান থেকে কাপড় চুরির দায়ে জনতা কর্তৃক আটক সাতক্ষীরা সদর উপজেলার কাশেমপুর গ্রামের হাসেম আলীর স্ত্রী মর্জিনা খাতুন (৪৮), একই গ্রামের কামাল হোসেনের স্ত্রী পলি বেগম (৪৮), রসুলপুর গ্রামের মৃত মোস্তাকের স্ত্রী কোহিনুর বেগম (৪৫), আবু হাসানের স্ত্রী শেলি বেগম (৪৫), শহিদুল ইসলামের স্ত্রী রেখা খাতুন (৩৫)কে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।’ তিনি আরো জানান- ‘উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামের আছিয়া মেমোরিয়াল ক্লিনিকে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশের দায়ে ওই ক্লিনিকের মালিক প্রাক্তন ইউপি চেয়ারম্যান ডা.রমজান আলীকে ৩হাজার টাকা, চন্দনপুর কলেজ মোড়স্থ মারিয়া আইসক্রিম ফ্যাক্টারিতে পচা ও খারাপ পানি ব্যবহারের দায়ে ওই প্রতিষ্ঠানের মালিক মৃত জব্বার গাজীর ছেলে প্রাক্তন ইউপি সদস্য আবু সিদ্দিককে ১০হাজার টাকা এবং গয়ড়ায় অবস্থিত সাগর ব্রিকসে অনিয়মতান্ত্রিক ভাবে টায়ার ও কাট পোড়ানোর দায়ে ভাটা মালিক মৃত আ.আজিজের পুত্র আইয়ুব হোসেন আনছারীকে ৫হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত।’ পৃথক ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার ফাউন্ডেশনের জেলা পরিদর্শক শেখ মনিরুজ্জামান, কলারোয়া থানার এসআই বিপ্লব রায়, এএসআই তারিক মাহমুদ, উপজেলা নির্বাহী অফিসের বেঞ্চ সহকারী আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।