নিজস্ব প্রতিনিধি : কলারোয়া বাজারে জমে উঠেছে ঈদের কেনাকাটা। ব্যস্ততার ভেতর সময় কাটাচ্ছো কলারোয়া বাজারের ব্যবসায়ীরা। সরেজমিনে গিয়ে দেখা যায়- ‘কলারোয়া বাজারের কাপড় পট্টি, জুতা পট্টি ও সিট কাপড় পট্টিতে কাস্টমারের উপচে পড়া ভীড়। কাপড় ব্যবসায়ী মাতৃ বস্ত্রালয়ের মালিক মধু ঘোষ বলেন- ‘অন্যবারের তুলনায় এবার অনেক বেচাকেনা ভালো।’ রংধনু বস্ত্রালয়ের মালিক আনারুল ইসলাম জানান- ‘অন্যবারের তুলনায় নিত্য নতুন ডিজাইনের সম্ভার হয়েছে, ফলে বেচাকেনাও ভালো।’ জুতা পট্টির ওমর সুজ ও সিরাজুল সুজের মালিক জানান- ‘নিত্যনতুন মডেলের জুতার চাহিদা অনুযায়ী তারা কাস্টমার মন জয় করার মতো হরেক রকম ডিজাইনের জুতা নিয়ে এনেছে। কেনাবেচা অনেক ভালো।’ কাস্টমাররা জানান- ‘প্রচুর গরম ও রোজা রেখে কষ্ট হলেও কিনতে হচ্ছে। পছন্দের কাপড়, জুতা, কসমেটিকসসহ ইত্যাদি প্রিয়জনের মুখে হাসি ফুটে তুলতে কেনাকাটা করছেন এ দোকান থেকে অন্য দোকানে।’