কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো: দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল গনির বহিষ্কারাদেশ মহামান্য হাইকোর্ট কর্তৃক স্থগিত হওয়ার পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় তাকে তার স্বপদে বহালের নির্দেশ প্রদান করেছেন। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আব্দুল গনির করা এক রিট পিটিশনের আলোকে উচ্চ আদালতের আদেশের পর মন্ত্রনালয় এই আদেশ দেয়। জানা গেছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় কর্তৃক জারীকৃত গত ইং ১৯/০৪/২০১৮ তারিখের ৪৬.০৪৬.০২৭.০০.০০.১৬৯.২০১৪-৬০৩ নং স্মারকের কার্যকারিতা আগামী ৬ মাসের জন্য মহামান্য হাইকোর্ট স্থগিত করেন। মহামান্য হাইকোর্টের বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের দ্বৈত বেঞ্চ গত ১০-০৫-২০১৮ ইং তারিখে এই আদেশ দেন। সাথে সাথে আদালত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের ঐ আদেশ কেন স্থায়ীভাবে বাতিল করা হবেনা তা জানতে চেয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সচিব সহ ৪ জনকে কারন দর্শাতে বলেন। ঐ আদেশের পর গত ০৫-০৬-২০১৮ ইং তারিখ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ (উপজেলা-১ শাখা) উপ-সচিব আনজুমান আরা কর্তৃক ৪৬.০৪৬.০২৭.০০.০০.১৬৯.২০১৪-৮৩২ নং স্মারকে মাননীয় হাইকোর্ট বিভাগে রিট পিটিশন নং- ৬০৫৪/২০১৮ এর ৮ মে ২০১৮ তারিখের প্রদত্ত আদেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। যার কারনে আলহাজ¦ আব্দুল গনির স্বপদে ফিরতে আর কোন বাধা নেই বলে জানা গেছে। আলহাজ¦ আব্দুল গনি জানিয়েছেন, তিনি আগামী ৭ জুন বৃহষ্পতিবার তার দায়িত্বভার গ্রহন করবেন।