দেবহাটা

দেবহাটায় ঈদের বাজার সরগরম, সাজসজ্জায় তরুণীদের ভিড়

By Daily Satkhira

June 06, 2018

দেবহাটা ব্যুরো: দেবহাটায় ঈদের প্রস্তুতিতে ঈদ বাজার সরগরম হয়ে উঠেছে। বিভিন্ন পোশাকের পাশাপাশি কেনাকাটায় সাজসজ্জায় তরুনীদের ভিড় বেড়েছে। ঈদের দিন নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে কিংবা নতুন সাজে নিজেকে সাজাতে তরুনীদের কাছে বিষয়টি খুবই গুরুত্বপূর্ন। তাই কসমেটিসকসের দোকানগুলোতে বিভিন্ন বয়সের নারীর পাশাপাশি তরুনীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। রোজার শেষ প্রান্তে এসে ঈদ-উল ফিতরের প্রহর গুনছেন সবাই। ঈদ নিয়ে এরইমধ্যে মবার মধ্যে কম-বেশী প্রস্তুতিও শুরু হয়েছে। শেষ মূহুর্তে দেবহাটার বিভিন্ন শপিং সেন্টার ঘুরে এমনই চিত্র পাওয়া গেছে। বিভিন্ন মার্কেটে সকল শ্রেনী পেশার মানুষেরা শাড়ী, থ্রি-পিচ, বাচ্চাদের পোশাক সহ পাঞ্জাবী কিনতে ভিড় করছেন। যাদের ঈদের পোশাক কেনা শেষ তারা ব্যস্ত রয়েছেন পোশাকের সাথে ম্যাচিং করে কানের দুল, চুড়ি সহ সাজগোজের বিভিন্ন অনুসংগ কিনতে এক মার্কেট থেকে আরেক মার্কেটে ছুটে চলেছেন। পোশাকের পূর্নতা পায় রুচিশীল সাজ সজ্জায়। ঈদ ছাড়াও মোটামুটি বছরের সকর সময়েই কম-বেশী কসমেটিকস ও জুয়েলারি দোকানের বিক্রেতারা ব্যস্ত সময় পার করেন। তবে ঈদের সময় একটি বেশীই ব্যস্ত থাকেন তারা। পারুলিয়া ঝিলমিল কসমেটিকসের মালিক মোজাফফর রহমান ও রফিকুল ইসলাম জানান, ঈদ হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় উৎসব। বিশেষ করে রোজার ঈদে মানুষের আগ্রহটা একটু বেশীই থাকে। এই ঈদে সকল মানুষরাই তাদের সাধ্যের মধ্যে কেনাকাটা করেন। তারা জানান, তরুনীরা তাদের পছন্দমতো প্রসাধনী সামগ্রী কিনতে বেশী আগ্রহী। বিশেষ করে পোষাকের সাথে ম্যাচিং করে নেইল পলিশ, চুড়ি, দুল সহ প্রসাধনী সামগ্রী কিনতে তরুনীদের চাহিদা পুরন করতে তারা চেষ্টা করেন। তবে তারা জানান, এবছর তরুনীদের ব্রান্ডের বিভিন্ন কসমেটিকসের জিনিষের প্রতিই আগ্রহ বেশী। এবছর কিন্তু একটি বিষয় লক্ষ্য করা গেছে, সেটা হলো আগের মতো এখন আর পোশাকের কোন নাম নেই। রুচিশীল পোশাকের প্রতিই এবার সবার আগ্রহটা একটু বেশী বলে জানা গেছে। যাইহোক সার্বিক বিষয়ে ঈদ প্রস্তুতিতে এখন ব্যস্ত নি¤œ মধ্যবিত্ত থেকে বিত্তশালী পর্যন্ত সকল শ্রেনী পেশার মানুষ। সবাই তাদের সাধ্যের মধ্যে কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন।