আশাশুনি

আশাশুনিতে পূর্ব শত্রুতার জের ধরে মৎস্য ঘেরে বিষ প্রয়োগের অভিযোগ

By Daily Satkhira

June 07, 2018

আশাশুনি ব্যুরো: আশাশুনিতে পূর্ব শত্রুতার জের ধরে মৎস্য ঘেরে বিষ প্রয়োগের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতের যে কোন সময়ে বিষ প্রয়োগের ঘটনাটি ঘটেছে উপজেলার বুধহাটা ইউনিয়নের পাইথালী গ্রামের আব্দুর সাত্তার সরদারের পুত্র আলহাজ্ব মোশাররফ সরদারের মৎস্য ঘেরে। সরেজমিন ঘুরে দেখাগেছে, বিষ প্রয়োগের ফলে ঘেরের প্রায় ৭৫ হাজার টাকার রুই, কাতলা, মৃর্গেল ও সিলভার কার্প মাছ নিধোন করা হয়েছে। ঘের মালিক আলহাজ্ব মোশাররফ সরদার জানান, বিগত দুই বছর থেকে পাশ্ববর্তী ঘের মালিক বৈউলা গ্রামের হাকিম বিশ্বাসের পুত্র লাভলু বিশ্বাসের সাথে ঘেরের বেড়ি বাধ নিয়ে বিরোধ চলে আসছিল। বিগত কয়েক দিন থেকে ঘেরে বিষ প্রয়োগ করে ক্ষতি সাধন করার হুমকিও দিয়ে আসছিল। ঘটনার দিন রাতে তাকে ঘেরের পাশ দিয়ে ঘুরাঘুরি করতে দেখা গেছে। রাতে সেহেরী সেরে নামাজ পড়ে ঘেরে গিয়ে মরা মাছ ভাসতে দেখে বিষ প্রয়োগের বিষয়টি বুঝতে পারি। বিষ প্রয়োগের ফলে প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকার মাছ মরে গছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এব্যাপারে থানায় কোন অভিযোগ করা হয়নি বলে জানিয়েছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাঃ মোস্তাফিজুর রহমান।