আন্তর্জাতিক

হোয়াইট হাউজে আগুন দিয়েছিল কানাডা!

By Daily Satkhira

June 07, 2018

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোন করেছিলেন। কানাডা, মেক্সিকো ও ইউরোপ থেকে আমদানিকৃত পণ্যের ওপর শুল্ক বসানোর সিদ্ধান্ত কীভাবে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাড়াবে সেটির যৌক্তিকতাই জানতে চেয়েছিলেন ট্রুডো। উত্তরে ট্রাম্প বলেন, তোমরাই তো হোয়াইট হাউজে আগুন দিয়েছিলে?

২৫ মে করা সেই ফোন কলে ট্রাম্প এ কথা রসিকতা করে নাকি রাগ করে বলেছেন সেটি বোঝা যায়নি। তবে তিনি যে ২০৬ বছর আগের অর্থাৎ ১৮১২ সালের যুদ্ধের প্রতি ইঙ্গিত করেছেন সেটি স্পষ্ট। কথা হল, কানাডা তখন কীভাবে হোয়াইট হাউজে আগুন দেবে। তখনতো কানাডারই জন্মই হয়নি। ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্ত হয়ে রাষ্ট্র হিসেবে কানাডার যাত্রা শুরু ১৯৬৭ সালে। ১৮১২ সালে হোয়াইট হাউসে আগুন দিয়েছিল ব্রিটিশ সৈন্যরা।