মোঃ রাসেল ইসলাম, বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাচারের সময় রঞ্জন সাহা (৪০) নামে ভারতীয় এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা। রঞ্জন সাহা কলকাতার বেহেলা এলাকার অনিল সাহার ছেলে। শুক্রবার (০৮ জুন) সকাল সাড়ে ৯টার দিকে আনুষ্ঠানিকতা শেষে ভারত প্রবেশের সময় তাকে আটক করা হয়। কাস্টমস শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশের সময় আটক স্বর্ণ পাচারকারীর গতিবিধি সন্দেহ হয় কাস্টমস সদস্যদের। এসময় তারা জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বর্ণ পাচারের কথা অস্বীকার করেন। তার শরীর তল্লাশি করে প্যান্টের বেল্টের ভেতর থেকে ৩৫০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। বেনাপোল চেকপোস্ট কাস্টমস শুল্ক গোয়েন্দার ডেপুটি কমিশনার সাইফুর রহমান জানান, আটক স্বর্ণ পাচারকারীর বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্টথানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।