রাজনীতি

জেলা বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের ইফতার মাহফিল

By daily satkhira

June 08, 2018

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের আয়োজনে ইফতার সম্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শহরতলীর তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সভাপতি এড. আল মাহমুদ পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ কেন্দ্রিয় কমিটির সভাপতি জহির উদ্দীন মবু। সম্মানিত অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম শওকত হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সদর উপজেলার আহবায়ক জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব সেলিম হোসেন, পৌর সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আঃ আলিম, কলারোয়া বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কার্যনির্বাহীর সদস্য এস এম ফারুক হোসেন প্রমুখ। এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। আর বাংলাদেশ মানে বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশ রাষ্ট্রের নাম কখনই কল্পনা করা যায় না। বঙ্গবন্ধুর জন্ম না নিলে বাংলাদেশের জন্মই হতো না। বঙ্গবন্ধু আছেন এদেশের মাটি ও মানুষের হৃদয়ে। বক্তারা আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আবারও যাতে আওয়ামীলীগের সরকার এদেশের রাষ্ট্র ক্ষমতায় আসে সে জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আর সাতক্ষীরা জেলায় চারটি আসনে নৌকার প্রতিক যারাই পাবে না কেন আমরা সকল ভেদাভেদ ভুলে নৌকার পক্ষে কাজ করে নৌকাকে বিজয়ী করতে কাজ করে যাবো।