নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় গাজা রাখার দায়ে এক যুবককে তিনমাস ও দুই মহিলাকে একমাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্র্রেট আরিফ আদনান এ সাঁজা দেন। সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মইনুল ইসলাম ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তারের নেতৃত্বে শহরের পশ্চিমে মন্টু মিয়ার বাগান বাড়ির পাশের এক বস্তির মাদকের আখড়ায় অভিযান চালানো হয়। সন্ধ্যার আগে পুলিশ ওই বস্তিতে অভিযান চালিয়ে ৪শ’ গ্রাম গাজাসহ নাজমা, জাহানরা ও মেহেদি হাসান নামে তিন মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে তাদের নির্বাহী ম্যাজিস্্েরট আরিফ আদনানের ভ্রাম্যমান আদালতে পাঠালে মেহেদি হাসানকে তিন মাস ও নাজমা ও জাহানারাকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করা হয়।