আব্দুল জলিল: সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৯ জন মাদক ব্যবসায়ীসহ ৫৪ জনকে আটক হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে আজ রোববার সকাল পযর্ন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধার করা হয়েছে ৫০ বোতল ফেন্সিডিলসহ বেশ কিছু মাদক দ্রব্য। আটককৃতদের মধ্যে-সাতক্ষীরা থানা থেকে ৮ জন, কলারোয়া থানা থেকে ৬ জন, তালা থানা ১০ জন, কালিগঞ্জ থানা ৮ জন,শ্যামনগর থানা ৭ জন, আশাশুনি থানা ৫ জন, দেবহাটা থানা ৪ জন, পাটকেলঘাটা থানা পুলিশ ৬ জনকে আটক করেছে। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। এসময় বিভিন্ন অভিযোগে ৬টি মামলা দায়ের করা হয়েছে। এদিকে গাজা রাখার দায়ে এক যুবককে তিনমাস ও দু’নারীকে একমাস করে কারাদ- দিয়েছে ভ্রাম্যমান আদালত। সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার জানান, শনিবার বিকেলে শহরের পশ্চিমে মন্টু মিয়ার বাগান বাড়ির পাশের বস্তিতে অভিযান চালিয়ে ৪শ’ গ্রাম গাজাসহ নাজমা, জাহানরা ও মেহেদি হাসানকে আটক করে পুলিশ। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ আদনান এ সাঁজা দেন।