পাটকেলঘাটা

পাটাকেলঘাটায় ঋতুর পরিবর্তনে দেখা দিয়েছে বিভিন্ন অসুখ

By daily satkhira

November 23, 2016

পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটা সহ তালা উপজেলায় ঋতুর পরিবর্তন শীত আসার মধ্য দিয়ে জনসাধারণের মধ্যে দেখা দিয়েছে নানান রোগ বালাই। তবে বয়ঃবৃদ্ধ এবং ছোট ছোট বাচ্চার সংখ্যা বেশি বলে জানা যায়। দেখাযায়, ঋতুর পরিবর্তনের সাথে সাথে এতদাঞ্চলের আবাল বৃদ্ধ বনিতা সহ অধিকাংশের মাঝে জ্বর, সর্দি, কাশি সহ দেখা দিয়েছে নানান রোগবালাই। ঔষুধ খেলে সহজে তা যাচ্ছে না। আবার খোঁজ নিয়ে শিশুদের মাঝেও হাম সহ ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়েছে বলে জানা যায়। স্থানীয় ইউপি পরিবার পরিকল্পনা হাসপাতাল সহ ক্লিনিকগুলোতে ঠান্ডা রোগে রোগীর সংখ্যা উত্তোরত্তর বৃদ্ধি পেয়েছে। পাটকেলঘাটার জাকির হোসেন জানান, গত রাতে হঠাৎ ঠান্ডা লেগে রাতে সর্দি কাশি জ্বর, মাথা ব্যাথা শুরু হয়েছে। ঔষুধ খেয়ে তা দুর হচ্ছে না। মুখে অরুচির সাথে সাথে বমি উঠছে। স্থানীয় ডাক্তার প্রবীর দাশ জানান, মুলত ঋতু পরিবর্তনের ফলে ঠান্ডা জনিত রোগ ছড়িয়ে পড়েছে। ঠান্ডাজনিত কারণে তার ক্লিনিকে শিশুদের সংখ্যা বেশি।