সাতক্ষীরা

বিডিএফ প্রেসক্লাবের নির্বাচন ১ ডিসেম্বর জমজমাট হয়ে উঠেছে ভোটের লড়াই

By daily satkhira

November 23, 2016

ধুলিহর প্রতিনিধি: সদর উপজেলার বিডিএফ (ব্রহ্মরাজপুর,ধুলিহর ও ফিংড়ী) প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন জমে উঠেছে। আগামী ১ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। শুধুমাত্র সভাপতি ও সাধারণ সম্পাদক পদে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কার্যনির্বাহী পরিষদের ৯টি পদের ৭টিতে ইতিমধ্যে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এরা হলেন সহ-সভাপতি পদে জি,এম আমিনুল হক, যুগ্ম সম্পাদক পদে জাহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে আছাদুল ইসলাম, অর্থ-সম্পাদক পদে শরিফুল ইসলাম রানা, দপ্তর সম্পাদক পদে জাহাঙ্গীর হোসেন, কার্যকারী সদস্য পদে এস,এম ইসমাইল হোসেন ও মোঃ রেজাউল করিম মিঠু। সভাপতি পদে শাহাদাৎ হোসেন বাবু (দৈনিক দৃষ্টিপাত) ছাতা প্রতীক ও আব্দুল হাকিম (দৈনিক কালের চিত্র) আনারস প্রতীক এবং সাধারণ সম্পাদক পদে জি,এম আরশাদ আলী (দৈনিক কাফেলা) তালা-চাবি প্রতীক, আবু সাঈদ (দৈনিক দক্ষিণের মশাল) চশমা প্রতীক ও আজিজুল ইসলাম (দৈনিক যুগের বার্তা) কলম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সমর্থন ও ভোট কামনা করছেন। জমজমাট হয়ে উঠেছে ভোটের লড়াই। এবারের নির্বাচনে ১৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাচন কমিশনার ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল, সহকারী নির্বাচন কমিশনার ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহসান হাবিব ও সদস্য সচিব ডিবি ইউনাইটেড হাইস্কুলের সহকারী শিক্ষক মুকুল হোসেন।