আশাশুনি ব্যুরো: সাতক্ষীরা জেলার সেরা ওসি নির্বাচিত হয়েছেন আশাশুনি থানার ওসি মোহাঃ মোস্তাফিজুর রহমান। একই সাথে এ থানার এক এসআই নয়ন চৌধুরী ও দুই এএসআই জহুরুল ইসলাম, আসলাম শিকদার সেরা চৌক্কশ পুলিশ কর্মকর্তা নির্বাচিত হয়েছেন। গতকাল সকালে জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে তার কার্যালয়ে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন থানার কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় আশাশুনি থানার অফিসার ইনচার্জ কর্তৃক মাদক, সন্ত্রাস সহ বিভিন্ন অপরাধ মুলক কর্মকান্ড দমন ও আদালতের ওয়ারেন্ট তামিল করে সাজা প্রাপ্ত আসামী সহ অন্যান্য আসামী গ্রেপ্তার করা সহ পুলিশের সেবা জনগণের দোড় গোড়ায় পৌছে দেওয়ায় পুলিশের এসব কর্মকান্ড প্রশংসিত হওয়ায় সার্বিক দিক বিবেচনা করে জেলা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান আশাশুনি থানার চৌকস ও সুদক্ষ অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করেন ও একই সাথে এসআই নয়ন চৌধুুরী ও দুই এএসআই জহুরুল ইসলাম, আসলাম শিকদারকে জেলার শ্রেষ্ঠ চৌক্কশ পুলিশ কর্মকর্তা হিসাবে নির্বাচিত করেন। সভায় জেলা পুলিশ সুপার জেলার শ্রেষ্ঠ ওসি আশাশুনি থানার ওসি মোস্তাফিজুর রহমানের হাতে সম্মামনা ক্রেস্ট তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা সহ জেলার ৮টি থানার সকল অফিসারবৃন্দ।