খেলার খবর: বিশ্বকাপ প্রস্তুতি পর্বের শেষ ম্যাচটিতে কোস্টারিকাকে উড়িয়ে দিল বেলজিয়াম। ঘরের মাঠে কোস্টারিকার বিপক্ষে ৪-১ গোলে জিতেছে আসন্ন বিশ্বকাপের অন্যতম শক্তিধর দেশ বেলজিয়াম।
সোমবার রাতে ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষের রক্ষণে প্রচণ্ড চাপ সৃষ্টি করলেও খেলার ২৪তম মিনিটে গোল হজম করতে হয় বেলজিয়ামকে। ম্যাচের ৩১তম মিনিটে গোলমুখে ফাঁকায় বল পেয়ে খেলায় সমতা আনেন নাপোলির ফরোয়ার্ড ড্রিস মের্টেন্স।
এরপর ম্যাচের ৪২তম মিনিটে বেলজিয়ামকে এগিয়ে নেন ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার লুকাকু। দ্বিতীয়ার্ধে পাঁচ মিনিটের ব্যবধান বাড়ান লুকাকু। ৬৪তম মিনিটে ব্যবধান আরও বাড়ান মিচি বাতসুয়াই। ডি-বক্সে হ্যাজার্ডের ছোট করে বাড়ানো বল ধরে ডান দিকে পাস দেন লুকাকু। আর ছয় গজ বক্সের ঠিক বাইরে থেকে বল জালে ঠেলে দেন বরুসিয়া ডর্টমুন্ডের ফরোয়ার্ড বাতসুয়াই।