আন্তর্জাতিক

সম্পূর্ণ পরমাণু নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি দিলেন কিম

By Daily Satkhira

June 12, 2018

আন্তর্জাতিক ডেস্ক: কোরীয় উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণ প্রক্রিয়া খুব দ্রুতই শুরু হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কথা জানিয়েছেন।

মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উন একটি নথিতে সই করেছেন। উত্তর কোরিয়াকে নিরাপত্তা নিশ্চয়তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে, কোরীয় উপদ্বীপে সম্পূর্ণ পরমাণু নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি দিয়েছেন কিম জং উন।

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সই করা কিম জং উনের নথিতে চারটি গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে। নির্দেশনাগুলো হলো-

প্রথমত, শান্তি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে নতুন সম্পর্ক প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া।

দ্বিতীয়ত, কোরীয় উপদ্বীপে একটি স্থায়ী ও স্থিতিশীল শান্তিপূর্ণ শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় দুই দেশ যৌথভাবে কাজ করবে।

তৃতীয়ত, চলতি বছরের ২৭ এপ্রিলের পানমুনজান ঘোষণার কথা তারা পুনর্ব্যক্ত করেন। কোরীয় উপদ্বীপে সম্পূর্ণভাবে পরমাণু নিরস্ত্রীকরণের কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে উত্তর কোরিয়া।

চতুর্থত, যুদ্ধবন্দী বা যুদ্ধে নিখোঁজদের উদ্ধারে প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া।