সাতক্ষীরা

বাংলাদেশ মানবাধিকার কমিশন সাতক্ষীরা শাখার পরিচিতি সভা ও ইফতার

By daily satkhira

June 12, 2018

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ মানবাধিকার কমিশন সাতক্ষীরা শাখার পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ রমজান মঙ্গলবার বিকালে তুফান কনভেনশন সেন্টারের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা মানবাধিকার কমিশনের সভাপতি এড. ওসমান গণির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায়, সহকারি কমিশনার আসফিয়া সিরাত, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আবুল হোসেন-২। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম মেনন। এসময় প্রধান অতিথি বলেন, মানুষের অধিকার আদায়ের কথা বলাই হলো মানবাধিকার। অসহায় মানুষের পক্ষে যারা কথা বলে তারাই মানবাধিকার কর্মী। বর্তমানে বিভিন্নভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। যারা ধর্মের দোহাই দিয়ে মানুষ হত্যা করে। ধ্বংস যজ্ঞ চালাই। তাদের দ্বারা মানুষ নির্যাতিত হচ্ছে। মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। এ সংগঠনটি নির্যাতিত নিস্পেষিত মানুষের পক্ষে কথা বলবে এই প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি বর্তমান দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে নৌকায় ভরসা রাখার আহ্বান জানান তিনি।