খেলা

বিপিএল; ব্যাটিংয়ে মেহেদী মারুফ, বোলিংয়ে নবী

By Daily Satkhira

November 24, 2016

স্পোর্টস ডেস্ক: বিপিএল-এর চট্টগ্রাম পর্ব শেষে ব্যাটসম্যানদের শীর্ষ তালিকাতে জায়গা করে নিয়েছেন সব বাংলাদেশি তারকা। অন্যদিকে বোলারদের তালিকায় যৌথভাবে আছেন চিটাগং ভাইকিংসের স্পিনার মোহাম্মদ নবী ও ঢাকা ডায়নামাইটসের পেসার মোহাম্মদ শহীদ। নতুন সূচি অনুযায়ী ৮ নভেম্বর শুরু হয় মারকাটের এই ক্রিকেট টুর্নামেন্ট। ১৪ নভেম্বর ঢাকার প্রথম পর্ব শেষে ১৭ নভেম্বর থেকে শুরু হয় চট্টগ্রাম পর্বের খেলা। যা শেষ হয়েছে মঙ্গলবার। এরপর ফের ঢাকায় ফিরছে বিপিএল। আগামী ২৫ নভেম্বর রংপুর রাইডার্স ও রাজশাহী কিংসের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ঢাকায় বিপিএল-এর দ্বিতীয় পর্ব। এই অবস্থায় ঢাকায় প্রথম পর্ব ও চট্টগ্রাম পর্ব শেষে বিপিএল-এর সেরা পারফরম্যান্সের তালিকাতে স্থান করে নিয়েছে বেশিরভাগ বাংলাদেশি। এবার পরিসংখ্যানের আলোয় ঢাকা পর্বের চিত্র পাঠকদের সামনে তুলে ধরা হলো- ২২ গজে ব্যাট হাতে বাংলাদেশিদের দাপট: বিপিএল-এর সর্বাধিক রানের তালিকায় শীর্ষ পাঁচটি স্থানই বাংলাদেশের ব্যাটসম্যানদের দখলে। শীর্ষে আছেন ঢাকা ডায়নামাইটসের ওপেনার মেহেদী মারুফ। ৭ ম্যাচে ৪০.৬৬ গড়ে ২ হাফসেঞ্চুরিতে তার রান সংখ্যা ২৪৪। এরপর আছেন বরিশাল বুলসের অধিনায়ক মুশফিকুর রহিম। ২ হাফসেঞ্চুরিতে তার রান সংখ্যা ২৩৯। একই দলের টপ অর্ডার ব্যাটসম্যান ২২৫ রান করা শাহরিয়ার নাফিস আছেন তৃতীয় স্থানে। আর চিটাগং ভাইকিংসের তামিম ইকবাল ২২৩ রান করে চতুর্থ ও রাজশাহী কিংসের মমিনুল হক ২১৬ রান করে আছেন পঞ্চম স্থানে। যদিও চিটাগং ভাইকিংস একটি ম্যাচ বেশি খেলেছে। বোলিংয়ে যৌথভাবে সেরা দেশি ও বিদেশিরা: বোলিংয়ে যৌথভাবে শীর্ষে আছেন ঢাকা ডায়নামাইটসের পেসার মোহাম্মদ শহীদ ও চিটাগং ভাইকিংসের স্পিনার মোহাম্মদ নবী। চিটাগংয়ের এই স্পিনার আট ম্যাচে ১১.৮৫ গড়ে ১৪ উইকেট নিয়ে শীর্ষে অবস্থান করছেন। এক ম্যাচ কম খেলে সমান সংখ্যক উইকেট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন মোহাম্মদ শহীদ। এছাড়া বাংলাদেশের বোলারদের মধ্যে আরও দাপট দেখিয়েছেন খুলনা টাইটানসের পেসার শফিউল ইসলাম। ৭ ম্যাচে তার উইকেট সংখ্যা ১৩টি। এরপরে থাকা পাকিস্তানি তারকা শহীদ আফ্রিদি ও জুনায়েদ খান নিয়েছেন ১১টি করে উইকেট। ছক্কা মারার শীর্ষে মেহেদী মারুফ ও সাব্বির রহমান: ধুম ধারাক্কার এই ক্রিকেটে ছক্কা মারার শীর্ষে রয়েছেন দেশি তারকা মেহেদী মারুফ ও সাব্বির রহমান রুম্মন। ৭ ম্যাচে তিনি হাঁকিয়েছেন মোট ১৩টি ছক্কা। অন্যদিকে এক ম্যাচ কম খেলে সাব্বির রহমানের ভা-ারে আছে ১৩টি ছক্কা। এছাড়া ঢাকার শ্রীলঙ্কান অলরাউন্ডার সেকুগে প্রসন্ন মেরেছেন ১২টি ছক্কা। চিটাগং ভাইকিংসের নবী ১০টি এবং বরিশালের অধিনায়ক মুশফিকুর রহিম মেরেছেন ৯টি ছক্কা।