সাতক্ষীরা

সাতক্ষীরায় শহীদ পরিবারের জমি দখল চেষ্টা ॥ মুক্তিযোদ্ধা সংসদের নিন্দা

By daily satkhira

June 13, 2018

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় শহীদ পরিবারের জমি অবৈধভাবে দখল চেষ্টা অভিযোগ উঠেছে। এঘটনায় পরিবারের পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় সূত্রে জানাগেছে, মহান স্বাধীনতা যুদ্ধের শহীদ নাজমুল আরেফিন এর মাতা মৃত. নুরুনাহার খান চৌধুরী পৈত্রিক সূত্রে পলাশপোল মৌজায় এস এ ২২১০ খতিয়ান, দাগ নং- ৬১১১ জমির ৩৬শতক সম্পত্তির মধ্যে ৫শতক প্রাপ্ত হন। মাতার ওয়ারেশ সূত্রে ওই সম্পত্তি শহীদ নাজমুল আরেফিনের পরিবারের অন্যান্য সদস্যরা দীর্ঘদিন ভোগ দখলে আছেন। এছাড়া শহীদ নাজমুল আরেফিনের ছোট ভাই শামসুল আরেফিন নামে হাল রেকর্ডও করা হয়। কিন্তু সম্প্রতি একই এলাকার মৃত. কবির হোসেন খান চৌধুরীর পুত্র মাহবুব হাসান খান চৌধুরী ওই সম্পত্তি অবৈধভাবে দখলের পায়তারা শুরু করেন। এর জের ধরে গত ১১জুন’১৮ তারিখ সকালে মাহবুব হাসান খান চৌধুরী ও তার ভাড়াটিয়া লোকজন আকস্মিকভাবে ওই সম্পত্তির সীমানা নির্ধারণ করে দখল করার চেষ্টা করেন। এসময় শামসুল আরেফিনের নিকট আত্মীয়সহ স্থানীয়রা বাধা দিলেও তারা কোন কথা না শুনে তাদের কার্যক্রম অব্যাহত রাখে। এবিষয়ে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশের এস আই মিরাজ হোসেন ঘটনাস্থলে গিয়ে তাদের কাজ বন্ধ করার নিদের্শ দেন। কিন্তুএস আই মিরাজ চলে আসার পর তারা আবারো কাজ শুরু করে বলে স্থানীয় সূত্রে জানাযায়। তবে বর্তমানে সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাত হোসেনের নির্দেশে উক্ত সম্পত্তিতে দখলদারদের কাজ বন্ধ রয়েছে। এদিকে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদ বীর সেনানির পরিবারের জমি অবৈধভাবে দখল চেষ্টা ঘটনায় সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ইতোমধ্যে সাতক্ষীরা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোশাররফ হোসেন মশু ও খান এন্ড খান চৌধুরী ফাউন্ডেশন(কেসিএফ) এর সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর আব্দুল আনিস খান চৌধুরী বকুল শহীদ পরিবারের জমি দখল চেষ্টার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।