জাতীয়

নব্য জেএমবির প্রধান ‘ব্যাট উইমেন’ প্রধান নাবিলা কারামুক্ত!

By Daily Satkhira

June 14, 2018

দেশের খবর: গ্রেপ্তারের দুই মাসের মাথায় নব্য জেএমবির নারী শাখা ‘ব্যাট উইমেন’-এর প্রধান হোমায়রা ওরফে নাবিলা কারাগার থেকে ছাড়া পেয়েছেন। কাশিমপুর মহিলা কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক (জেল সুপার) মোহাম্মদ শাহজাহান বলেন, জামিন পাওয়ার পর আজ বুধবার বিকেলে নাবিলাকে মুক্তি দেওয়া হয়েছে।

জাতীয় শোক দিবস ১৫ আগস্টে জঙ্গি হামলার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে গত ৫ এপ্রিল গ্রেপ্তার হন নাবিলা। আর গত সোমবার ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে তিনি জামিন পান।

সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল জানান, রাষ্ট্রপক্ষ থেকে জঙ্গি নাবিলার জামিনের ঘোর বিরোধিতা করা হয়। আদালত দুই পক্ষকে শুনে নাবিলার জামিন দেন।

পুলিশ বলছে, নাবিলার স্বামী তানভীর ইয়াসিন করিমও নব্য জেএমবির একজন অর্থদাতা। গত বছরের ২০ নভেম্বর গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন তিনি। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার আশঙ্কায় পুলিশ কলাবাগান থানা এলাকার বিভিন্ন মেস ও আবাসিক হোটেলে ‘ব্লক রেইড’ অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পান্থপথের হোটেল ওলিও ইন্টারন্যাশনালে সাইফুল ইসলাম নামের একজন আত্মঘাতী হন।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হন নব্য জেএমবির নারী শাখা ‘ব্যাট উইমেন’-এর প্রধান হোমায়রা ওরফে নাবিলা। একই অভিযোগে গ্রেপ্তার তাঁর স্বামী তানভির ইয়াসিন করিম এ ঘটনার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এ ঘটনার সঙ্গে নাবিলার জড়িত থাকার ব্যাপারে পুলিশ আদালতকে জানায়, নাবিলার সঙ্গে নব্য জেএমবির সমর্থক অর্থদাতার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। জিজ্ঞাসাবাদের সময় নাবিলা অনেক তথ্য লুকিয়েছেন। পুলিশ বলছে, নাবিলা মূলত নব্য জেএমবির শীর্ষনেতা আকরাম হোসেন খান নিলয়ের মাধ্যমে জঙ্গি কার্যক্রমে জড়িয়ে পড়েন। নিয়মিত জঙ্গিদের টেলিগ্রাম অ্যাপসের মাধ্যমে নাবিলা জঙ্গি আকরামের সঙ্গে যোগাযোগ করতেন। অ্যাপসে তাঁর আইডি হলো ব্যাট উইমেন। নাবিলা অ্যাপসের মাধ্যমে নব্য জেএমবির নারীদের বিভিন্ন নির্দেশনা দিতেন।

বরাবরই পুলিশ নাবিলাকে জামিন না দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন করেছেন। পুলিশ আদালতকে বলেছে, নাবিরা সিঙ্গাপুর, ব্যাংকক, সৌদি আরব, লন্ডন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন। নাবিলা জামিন পেলে বিদেশে পালিয়ে আত্মগোপন করতে পারেন বলে আদালতের কাছে আশঙ্কা প্রকাশ করে পুলিশ। জামিনে মুক্ত জঙ্গি নাবিলা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও মালয়েশিয়ায় পড়ালেখা করেছেন। হোমায়রার বাবার রাজধানীর হাতিরপুলে একটি বিলাসবহুল শপিং মল রয়েছে।

গত ২২ মার্চ বগুড়া থেকে গ্রেপ্তার হন নব্য জেএমবির মূল সমন্বয়ক ও অর্থদাতা আকরাম হোসেন খান নিলয়। ১৫ আগস্ট কলাবাগানে জাতীয় শোক দিবসের র‍্যালিতে হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন তিনি। পুলিশ এ মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করেছে। আবার এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে আকরামের বাবা আবু তুরাব খান, মা সাদিয়া হোসেন লাকী ও বোন তাজরীন খানকে। আকরামের মাধ্যমেই তাঁরা নব্য জেএমবিতে জড়িয়ে পড়েন বলে পুলিশ আদালতকে জানিয়েছে।

গত বছর মার্চে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের গোলচত্বর এলাকায় পুলিশের তল্লাশিচৌকিতে আত্মঘাতী বিস্ফোরণের মূল পরিকল্পনাকারী ছিলেন এই নিলয়।