খেলা

আজ মুখোমুখি সালাহর মিশর ও সুয়ারেজের উরুগুয়ে

By Daily Satkhira

June 15, 2018

খেলার খবর: বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে আজ সন্ধ্যা ৬টায় মাঠে নামছে উরুগুয়ে ও মিশর।ইয়েকাতেরিনবার্গের মাঠে ২৮ বছর পর মোহাম্মদ সালাহ’র দল নামবে বিশ্বকাপ খেলতে। খেলবেন ইনজুরি আক্রান্ত মোহাম্মদ সালাহও। যদিও একদিন আগেও এ ম্যাচ নিয়ে নিশ্চিত ছিলেন না লিভারপুলের এই তারকা ফুটবলার। তবে লিভারপুল তারকা মিশরের পক্ষে খেললেও তাতে উরুগুয়ের ম্যাচ প্লান বা খেলোয়াড়দের লাইনআপ পরিকল্পনায় কোনো পরিবর্তন আসছে না।

উরুগুয়ে ডিফেন্ডার ডিয়েগো গডিন বলেছেন, মিশরের সঙ্গে শুক্রবার বিশ্বকাপের ম্যাচে উরুগুয়ে দল কোনো একজন বিশেষ ব্যক্তিকে ঘিরে রণ কৌশল সাজাচ্ছে না। ম্যাচ পরিকল্পনায় তাই মোহাম্মদ সালাহের বিষয়েও কোনো বিশেষ পরিকল্পনা নেই।

তিনি বলেন, আমরা বিশ্বকাপ খেলতে অনেক আগে থেকেই প্রস্তুতি নিচ্ছিলাম এবং এটি কোনো একজন খেলোয়াড়ের ওপর নির্ভর করে না। সালাহ একজন বড়, নিখুঁত খেলোয়াড়। আমরাও ম্যাচ জেতার জন্যই নিজেদের প্রস্তুত করেছি। মিশরের সঙ্গে ম্যাচের পরে উরুগুয়ে গ্রুপ পর্বের এ রাউন্ডে সৌদি আরব এবং হোস্ট রাশিয়া সম্মুখীন হবে।