বিনোদন ডেস্ক: প্রথমবারের মতো জুটি বেঁধে কাজ করছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ও কলকাতার চিত্রনায়ক ওম। এরই মধ্যে ছবির সিক্যুয়েন্সের শুটিং শেষ হয়েছে। আগামী ১৫ ডিসেম্বের থেকে ছবির গানের শুটিং হবে মুম্বাই ও থাইল্যান্ডে। মার্চ মাসে ছবিটি মুক্তির লক্ষ্য নিয়ে কাজ করছেন বলে জানিয়েছেন ছবির পরিচালক সৈকত নাসির। এ বিষয়ে পরিচালক সৈকত নাসির বলেন, ‘আমি এরই মধ্যে ছবির শুটিং শেষ করেছি। আমি যা চেয়েছিলাম তা ক্যামেরায় ধারণ করতে পেরেছি। একজন পরিচালক হিসেবে আমি দর্শকদের কথা দিতে পারি যে ভালো একটি ছবি উপহার দিতে পারব। এই ছবিতে আমি স্বাধীনভাবে কাজ করতে পেরেছি। আমি মনে করি একটি ভালো চলচ্চিত্র নির্মাণ করতে পরিচালকের স্বাধীনতা জরুরি।’ কবে সেন্সরে জমা দেবেন ছবিÑ এ কথা জানতে চাইলে পরিচালক বলেন, ‘আগামী মাসে ছবির চারটি গানের শুটিং করব। আগামী ১৫ ডিসেম্বর থেকে ছবির গানের শুটিং শুরু করব। প্রথমে চারদিন বম্বেতে একটি গান করব। তারপর বাকি তিনটা গান করব থাইল্যান্ডে। বম্বেতে সুন্দর অনেক লোকেশন আছে যেখানে শুটিং করতে চাই। আর থাইল্যান্ডে আমাদের দেশের অনেক ছবির গানের শুটিং হয়। আমি চেষ্টা করছি নতুন কিছু লোকেশনে শুটিং করতে যেন দর্শক ভালো কিছু দেখতে পায়। সেখান থেকে ফিরে আগামী বছরের শুরুতে ছবিটি সেন্সরে জমা দিতে পারব বলে আশা করি।’ নাসির আরো বলেন, ‘আসলে আমাদের দেশের অনেক দর্শকই আছে যারা দেশের বাইরে বেড়াতে যেতে পারেন না। তারা সিনেমার গানে বিদেশের লোকেশন দেখতে চান। বিশেষ করে তাদের মাথায় রেখেই দেশের বাইরে শুটিং করব।’ গানের সাথে কোরিওগ্রাফি করবেন মুম্বাইয়ের কোরিওগ্রাফার বাবা যাদব। সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন